সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুন, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

How to use levocetirizine tablets uses in bangali লিভোসেটিরিজিন ট্যাবলেট এর কাজ কি

 ইহা একটি অ্যান্টি এলার্জি ঔষধ। অর্থাৎ হাইড্রোজেন গ্ৰাহী গ্ৰুপের ঔষধ।টারফেনাডিন প্রভৃতি অ্যান্টি অ্যালার্জি দের চেয়ে অনেক নিরাপদ এবং সুরক্ষিত।এই ঔষধ পৌষ্টিকতন্ত্র থেকে দ্রুত এবং সম্পূর্ণরূপে শোষিত হয়। ব্যবহায়ের এক ঘন্টার এক ঘন্টার মধ্যে ইহা রক্তের সর্বোচ্চ মাত্রা উপস্থিত হয়। ঔষধ খুব কমই পাচিত হয় হলে ইহা  পার্শ্ব প্রতিক্রিয়া খুব কম। এই ঔষধের ৭৫ শতাংশ অপরিবর্তন অবস্থায় মূত্রের মাধ্যমে এবং ১৫% অপরিবর্তন মলের সাথে নির্গত হয়। সামান্য অংশ পাচিত এবং মূত্র ও মলের সাথে নির্গত হয়। ব্যবহার অ্যালার্জি ঘটিত নাসিকা প্রদাহ নাসিকা স্রাব আমবাত একজিমা চর্মরোগ চক্ষুর লালাভ ভাব অশ্রুস্রাব অ্যালার্জিক কনজাংটিভাইটিস কীট পতঙ্গের কামড় এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া জনিত চর্মরোগ প্রসাধনসামগ্রী ব্যবহার খাদ্য বস্তু প্রভৃতি প্রতিক্রিয়াজনিত চর্মের উদ্ভিদ প্রভৃতিতে ব্যবহার করা হয়। পার্শ্ব প্রতিক্রিয়া খুব কমই হয়। অল্প সংখ্যায় রোগীর মাথা ধরা ক্লান্তি মুখে শুষ্কতা ঘুমভাব পেটের গোলমাল প্রভৃতি হতে পারে। আন্তঃবিক্রিয়া অ্যালকোহলের সাথে আন্তঃবিক্রিয়া হয়। ফলে বিভিন্ন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া হতে...