how to use diclofenac tablet uses in bengali ডাইক্লোফেনাক ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া আন্তঃবিক্রিয়া সাবধানতা
ইয়া একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাথা যন্তনা না সব ঔষধ। ইহার সামান্য তাপমাত্রা নিয়ন্ত্রণ কারী ক্ষমতা বিদ্যমান। ইহাও স্টেরয়েড বিহীন প্রদাহ নাশক ঔষধ। পৌষ্টিকতন্ত্র থেকে দ্রুত এবং সম্পূর্ণরূপে শোষিত হয়। গ্রহণের ২ ঘণ্টার মধ্যে রক্ত রসের সর্বোচ্চ মাত্রায় উপস্থিত হয়। ৪ থেকে ৬ ঘন্টার পর ইহা সাইনোভিয়াল ফ্লুইডে সর্বোচ্চ মাত্রায় উপস্থিত হয়। ৬০ শতাংশ পরিবর্তত অবস্থায় এবং ১% অপরিবর্তিত অবস্থায় মূত্র পথে নির্গত হয়। বাকি অংশের পিত্তরসের সাথে মলের মাধ্যমে নির্গত হয়। এই ঔষধ পুশ করার ২০ মিনিটের মধ্যে রক্তরসের সর্বোচ্চ মাথায় উপস্থিত হয়। এই ঔষধ সাইনোভিয়াল ফ্লুইডে ৪ থেকে ৬ ঘন্টার মধ্যে উপস্থিত হয় এবং ১২ ঘন্টা যাবৎ সেখানে থাকে। এই ঔষধ মৌখিক ডাইক্লোফেনাকের ন্যায় একই মূত্রপথে মলের সাথে নির্গত হয়। পার্শ্ব প্রতিক্রিয়া পেটে ব্যাথা যন্ত্রণা বমি ভাব বা বমি উদরাময় পেট ফাঁপা অম্ল অজীর্ণ ক্ষুদা মন্দা রক্ত বমি রক্ত পায়খানা মুখে ক্ষত মাথার যন্ত্রণা মাথা ঘোরা মাথা ঝিম ঝিম করার ক্লান্তি স্মৃতিশক্তি হ্রাস দৃষ্টির বিকৃতি কান ভো ভো করা অনিদ্রা দুশ্চিন্তা অবসাদ চর্মে উদ্ভেদ আমবাত চুল ওঠা মূত্...