ডেঙ্গি হলো একটি মশা বাহিত ও ভাইরাস ঘটিত প্রাণঘাতীয় রোগ
ডেঙ্গির মশা
এডিস এজিপটাই ও এডিস এলবোপিকট্রাস এই দুই স্ত্রী মশা হল ডেঙ্গির ভাইরাসের মূল বাহক এগুলি সাধারনত দিনের বেলায় কামড়ায়
ডেঙ্গি হ্যামারেজিক ফিভার এর উপসর্গ
জ্বর আসার দুই থেকে পাঁচদিনের মধ্যে শারীরিক অবস্থায় অবনতি
শরীর ক্রমশ দুর্বল হতে থাকে রক্তে অনুচক্রিকা প্লেটলেট
কমে যায়।
রক্তচাপ কমে হাত পা ঠান্ডা হতে শুরু করে
নাক মুখ বা দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ হতে পারে
রক্তচাপ কমে হাত পা ঠান্ডা হতে শুরু করে
নাক মুখ বা দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ হতে পারে
অবশ্যই মনে রাখবেন
ডেঙ্গির মশা দিনে কামড়ায় ও পরিস্কার জলে ডিম পাড়ে
যত্রতত্র জল জমতে দেবেন না যেমন ফুলের টব বালতিতে ইত্যাদি
স্বাভাবিক ডেঙ্গির উপসর্গ
১ হঠাৎ প্রচন্ড জ্বর আসা সঙ্গে মাথা ব্যাথা
২ জ্বর একদিনের মধ্যে দেখা যায় মাথায় হাতে পায়ে গাঁটে
৩ দুই চোখের পিছনে প্রচন্ড ব্যাথা
৪ শরীরের বিভিন্ন অংশে চুলকানি ও জ্বালা ভাব থাকে
৫ বমি ও কাঁপুনি থাকে
৬ আরো ইত্যাদি
রোগ প্রতিরোধ ও চিকিৎসা
১) প্রথমেই আতঙ্কিত না হওয়া
২) উপরের উপসর্গ মিললে হাসপাতালে যান
৩) চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না
৪) বেশি পরিমাণে ডাবের জল নুন চিনি জল ORS পান করুন
৫) অল্প অল্প করে পুষ্টিকর খাবার খান
৬) এটি একটি ভাইরাস ঘটিত রোগ তাই এর চিকিৎসা উপসর্গ ভিত্তিক
