অ্যান্টি অ্যলার্জির ঔষধ বহু আছে। এখানে নতুন ও বহুল প্রচলিত ঔষধ সম্বন্ধে আলোচনা করা হচ্ছে
সেট্রিজাইন Cetrizine
ইহা একটি অতসক্রিয় অ্যান্টি অ্যালার্জির ঔষধ। ইহা (H.receptor ) অর্থাৎ হাইড্রোজেন গ্রাহী গ্রুপের ঔষধ।
অ্যাস্টেমিজোন। টারফেনাডিন প্রভৃতি অ্যান্টি অ্যালার্জিদের চেয়ে অনেক নিরাপদ এবং কর্মক্ষম। ইহা পৌস্টিকতন্ত্র থেকে দ্রুত এবং সম্পূর্ণ রুপে শোষিত হয়
ব্যবহার
অ্যালার্জিঘটিত নাসিকা প্রদাহ নাসিকা স্রাব চক্ষুর লালাভ ভাব অশ্রুস্রাব অ্যলার্জিক কনজাংটিভাইটির আমবাত একজিমা সংস্পর্শজনিত চর্মরোগ ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া জনিত চর্মরোগ কীট পতঙ্গের কামড়
প্রসাধনসামগ্রী ব্যবহার খাদ্য বস্তু প্রভৃতি প্রতিক্রিয়া জনিত চর্মের উদ্ভেদ প্রভৃতিতে ব্যবহার করা হয়
মাএা
বয়স্কদের 10 মিগ্রা ট্যাবলেট দিনে 1 বার মাএ খেতে হয়
পার্শ্বপ্রতিক্রিয়া
খুব কমই হয় অল্প সংখ্যর রোগের মাথাধরা ঝিমুনিভাব
ঘুমভাব ক্লান্তি মুখের শুস্কতা পেটের গোলমাল প্রভৃতি হতে পারে
সাবধানতা
গর্ভবতী মহিলা স্তন্যদানকারী মাতা ও 2 বছরের নিচের শিশুদের ব্যবহার নিষিদ্ধ। অতিবৃদ্ধদের ব্যবহার করা উচিৎ হবে না। এই রোগের জন্য ডাক্তার বাবু সঙ্গে পরামর্শ করতে হবে
ঔষধের ব্র্যান্ডনেম
alday cetzine cetiriz ইত্যাদি
