Bronchial Carcinoma Description Of The Diseases Affected System ফুসফুসের ক্যানসাররোগের বিবরণ, আক্রান্ত তন্ত্র, আক্রান্ত লিঙ্গ, রোগের লক্ণ ইত্যাদি
রোগের বিবরণ
কোষের বৃদ্ধিকে মালিগন্যাণ্ট গ্রোথ বলা হয়। ফুসফুসীয় কোষের অস্বাভাবিক বৃদ্ধিকে ফুসফুসের ক্যানসার বলা হয়।
আক্রান্ত তন্ত্র
ফুসফুস তন্ত্র এই রোগ আক্রান্ত হয়।
রোগ আক্রমণের বয়স
50 থেকে 70 বছর বয়সের মধ্যে এই রোগ বেশি হতে দেখা য়ায়।
আক্রান্ত লিঙ্গ
স্ত্রী লোক অপেক্ষা পুরুষরাই এই রোগের অধিক আক্রান্ত হয়। তার মধ্যে ধূমপায়িরাই বেশি আক্রান্ত হয়।
রোগের কারণ
অধিকাংশ ব্যক্তির ধূমপান জনিত কারণে হয় বলেন ধরা হয়। শ্বাসের সাথে পরিবেশ থেকে আগত বিষাক্ত পদার্থ ফুসফুসের জমা হওয়া। ঈথার আর্সেনিক তেজস্ক্রিয় পদার্থ প্রভৃতির প্রভাব ইত্যাদি থেকে ও এই রোগ হতে পারে বলে ধারণা করা হয়। সঠিক করণ অজানা
রোগের লক্ষণ
১ কাশি বেশির ভাগ ক্ষেএেই শুকনো হয় সামান্য কফ থাকতে পারে
২ শ্বাসের গতি কম হয়
৩ কাশির সময় রক্ত ওঠা কফের সাথে রক্ত থাকা মাঝে মাঝে কাশির সময়ে এই যে রক্ত পাত হয় ক্রমশ তা বাড়িতে থাকে শেষে রক্ত পাত খুব বেড়ে তখন কোন রক্তপাত নিবারণকারী ঔষধ দিলেও রক্তপাত বন্ধ হয় না
৪ বুকে ব্যাথা ও যন্ত্রণা হতে থাকে
৫ গলার স্বর বসে যায়
৬ বুকে সাঁই সাঁই ঘড়ঘড় করে শব্দ হয়
৭ প্লুরিসি হতে পারে। তার জন্যে বুকে ভার বোধ লাগে
৮ ওজন হ্রাস পায়।
৯ ক্ষুধামন্দা থাকে
১০ জরভাবহতে পারে
১১ রক্ত ল্পতা হতে পারে
চিকিৎসা
1 রোগেকে অবশ্যই কোন হাসপাতালে ভর্তি করে দিতে হবে রাশ্মি চিকিৎসা Radiation Therapy চালাতে হবে।
Capsule Etosid-100 mg (ক্যাপসুল এটোসিড 100 মিগ্রা )
১ টি করে দিনে ৪ বার ৫দিন মাঝে ৩ সপ্তাহ বন্ধ দিতে পুনরায় ৫দিন এভাবে কিছু দিন চালাতে হবে
আনুষঙ্গিক চিকিৎসা
রোগীকে বিশ্রামে এবং দুশ্চিন্তা মুক্ত অবস্থায় থাকতে হবে। নিয়মিত সংশ্লিষ্ট হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষা করতে হবে। খাওয়া দাওয়া স্বাভাবিক ভাবে চলবে তাতে কোন অসুবিধে নেই
