রোগের বিবরণ
তাপ, রাসায়নিক পদার্থ, অন্যান দাহ্য বস্তুর দ্বারা ত্বককলা ক্ষতিগ্রস্ত হওয়া কে Burn বা পোড়া বলা হয়। পোড়া ঘাকে তিনটে ভাগে ভাগ করা যায়। First degree burn অর্থাৎ বাইরের স্তর ও উপচর্ম অর্থাৎ এপিডারমিস তাপের সামান্য ক্ষতিগ্রস্ত হওয়াকে। Second degree burns অর্থাৎ চামড়ার স্তরে অর্থাৎ Dermis ক্ষতিগ্রস্ত হয় এবং ফোসকা পড়ে।Third degree burns অর্থাৎ সমস্ত ত্বক পুড়ে নষ্ট হয়ে যায় এবং ত্বকের নিচে রক্তজালকগুলি ও সামান্য ক্ষতিগ্রস্ত হয়
আক্রান্ত তন্ত্
ত্বক ও বহিঃক্ষরা গ্রন্থি আক্রান্ত হয়।
রোগের লক্ষণ
1 St Degree burn এর ক্ষেত্রে চামড়া লালভ হয় এবং শক্ত হয়ে ফুলে ওঠে।
2nd Degree burns এর ক্ষেত্রে চামড়া লাল হয় জলপূণর ফোসকা পড়ে। চামড়া ফুলে শক্ত ভাব হয়।
3rd Degree burns এর ক্ষেত্রে উপরের ত্বক উঠে চলে যায় অর্থাৎ ঝলসানো চামড়া নিচের স্তর দেখা যায়। Secondary infection হলে ক্ষতের সৃষ্টি হয়।
চিকিৎসা বড় দের জন্য
1 St Degree burn এর ক্ষেত্রে চিকিৎসা বাড়িতে সম্ভব।
2nd degree burns 3 rd degree burns এর ক্ষেত্রে রোগীকে অবশ্যই হাসপাতালে পাঠাতে হবে
১ সামান্য পোড়ার চিকিৎসা নিম্ন রূপ করতে হবে
২ প্রথম আগূন পড়ার জায়গাগুলিতে ২% জেনসিয়াম ভায়োলেট লোশন লাগাতে হবে। তারপরে ওই অংশ সুইতে গেলে নিচের যেকোনো একটি মলম লাগাতে হবে
১ Silverex Cream( সিলভারেক্স ক্রিম)
প্রতিদিন ২ থেকে ৩ বার আক্রান্ত অংশ লাগাতে হবে
২ Furacin Cream( ফুরাসিন ক্রিম)
প্রতিদিন ২ থেকে ৩ বার আক্রান্ত অংশে লাগাতে হবে
২ যেকোনো একটি জীবাণু নাশক ঔষধ দিতে হবে
১ Cap Ampoxin- 500 mg ( ক্যাপসুল অ্যাম্পক্সিন ৫০০মিগ্রা)
১ টি করে দিনে ৩ বার ৫ থেকে ১০ দিন খেতে হবে
এই আর্টিকাল পড়ে কোন রকমের সিদ্ধান্ত নেয়ার আগে ডাক্তারবাবুর সাথে অবশ্যই পরামর্শ নেয়া উচিত।
