Cataract Medical Adjuvant Treatment Health And Medicine Trips Bangla চোখের ছানি চিকিৎসা আনুষঙ্গিক চিকিৎসা
রোগের বিবরণ
চোখের লেন্স অস্বচ্ছ হয়ে যাওয়ার ফলে দৃষ্টিশক্তি ক্ষীণ হওয়ার বা একেবারে নষ্ট হওয়াকে চক্ষুর ছানি রোগ বলা হয়
আক্রান্ত তন্তু
স্নায়ুতন্ত্রে এই রোগের দ্বারায় আক্রান্ত হয়
আক্রমণের বয়স 40 থেকে 80 বছরের মধ্যে এই রোগ হতে দেখা যায়
আক্রান্ত লিঙ্গ পুরুষ ও মহিলা সমানভাবে এই রোগ আক্রান্ত হয়
রোগের কারণ
বাদ্ধক্যই এই রোগের প্রধান কারণ। বয়স বাড়ার সাথে সাথে চোখের বায়ে কেমিক্যাল ও অসমোটিক ব্যালেন্স অর্থাৎ ভারসাম্য নষ্ট হয় ফলে এই রোগ হয় স্টেরয়েড জাতীয় ঔষধ এর অত্যাধিক ব্যবহার ভিটামিনের অভাবে অপুষ্টিতে ভোগা প্রভুতি এই রোগ সৃষ্টির সহায়ক
রোগের লক্ষণ
১ প্রথমে রাতে দেখতে অসুবিধা হয়।ক্রমশঃ দিনের আলোতে ও দেখতে না পাওয়ার এই রোগের লক্ষণ।
২ চোখের উপরে এবং লেন্সের উপর স্বচ্ছ পড়তে দেখা যায়
৩ এই রোগ একটি অথবা দুইটি চোখই আক্রান্ত হতে পারে
চিকিৎসা
চক্ষু রোগ ডাক্তারবাবু ও বিশেষজ্ঞ পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে।
এই ঔষধ গুলি ব্যবহার করলে কিছুটা ফল পাওয়া যায়
১ Catalina Eye Drops ( ক্যাটালিন আই ড্রপস)
১ থেকে ২ ফোঁটা করে আক্রান্ত চোখে ৪ থেকে ৫ ঘন্টা অন্তর ব্যবহার করতে হবে ৪ থেকে ৬ মাস
Cap Antoxid ( ক্যাপসুল অ্যানটক্সিড ) ১করে দিনে ১ থেকে ২ বার ২ থেকে ৩ সপ্তাহ খেতে হবে খেতে হবে
অনুষঙ্গিক চিকিৎসা
সহজপাচ্য অথবা পুষ্টিকর খাদ্য খেতে হবে। টক জাতীয় খাদ্য খাওয়া নিষিদ্ধ। স্টরয়েড ঔষধের এ ব্যবহার নিষিদ্ধ। অপারেশনের পর ডাক্তারবাবু ও বিশেষজ্ঞ পরামর্শ অনুযায়ী চশমা ব্যবহার করতে হয়।
