Diverticulosis Cause Of Diseases Description Of Diseases ডাইভারটিকিউলোসিস রোগের বিবরণ. আক্রমণের বয়স.আক্রন্ত.ইত্যাদি
রোগের বিবরণ
বৃহদান্ত্র ও কোলন ভেতরের গহর কমে যাওয়া বৃহদন্ত্রের ও কোলনের গাএের মিউ কাস পেশীর স্তরে প্রবেশ করে ফলে ঐ গাএ শক্ত ভাব ধারন করে এর ফলে কোলন ও
বৃহদন্ত্রের ভেতরের চাপ বৃদ্ধি পায় একে ডাইভারটি কিউলোসিস বলা হয়।তাকে ডাইভারটিকিউলাইটিক বলে
আক্রান্ত বয়স
60 থেকে 90 বছরের মধ্যে এই রোগ বেশি হয়। 40 বছরের এই রোগ হয় না বললেই চলে
পুরুষ ও মহিলা উভয়ের এই রোগ সমানভাবে হয়
রোগের কারণ
বৃহদন্ত্রের ও কোলনের গাএে পেশীর দুর্বল তা তার ভেতরে রক্ত বাহের চাপ বৃদ্ধি কোলন ও বৃহদন্ত্রের শক্ত ও নরম ভাগ ভাগ হয়ে যাওয়া প্রভৃতি থেকে এই রোগের সৃষ্টি হয়
প্রোটিন কম খাওয়াই এই রোগের কারণে বলে ধারণা করা হয়
রোগের লক্ষণ
১ বাম শ্রোনী গহুর তে ব্যাথা যন্ত্রণা অনুভূতি হয়
২ খাবার পর ব্যাথা যন্ত্রণা বৃদ্ধি পায় মলত্যাগ পর কিছু টা উপশম ঘটে
৩ মলত্যাগ অনিয়মিত হয়ে য়ায়।কখনো মারাত্মক কোষ্ঠকাঠিন্য কখনো হতে দেখা য়ায়।
৪ যখন তখন পায়খানার বেগ আসে কিন্তু মলত্যাগ হয় না
৫ মলত্যাগ ছাড়াই রক্ত পাত হতে পারে
৬ গা বমি বমি এবং ক্ষুধামন্দা প্রভৃতি হতে দেখা যায়
অনুষঙ্গিক ব্যবস্থা
রূটি বিস্কুট কেক ফলের রস শাকসবজি প্রভৃতি খাওয়া ভাল। রোগ ভোগকালীন সময়ে দুধ সাগু বালির হরলিকস প্রভৃতি দিতে হবে।
একটু সুস্থ হলে সুসিদ্ধ ভাত টাটকা চারা পোনার ঝোল ছানা দই প্রভৃতি খাওয়া চলবে
ভাজা ও মশলাদার খাবার নিষিদ্ধ।বারংবার খাওয়া নিষিদ্ধ প্রয়োজন ভালো চিকিৎসাকের পরামর্শ অপারেশন করতে হবে।
