ইহা একটি পৌষ্টিক তন্ত্রের ক্ষত নিরাময়কারী ঔষধ।ইহা প্রদাহিত স্থানে শরীরের প্রতিক্রিয়া পদার্থকে Histamine
বাধাদানকারী হাইড্রেজেন গ্রাহী গ্রুপের পদার্থ। ইহা পাকস্থলীর অ্যাসিড ক্ষরণে বাধাদান করে। তব ইহা অগ্ন্যাশয় বা যকৃত রসের ক্ষরণকে নিয়ন্ত্রণ করতে পারে না
ব্যবহার
পেপটিক আলসার অর্থাৎ ডিওডেনামের ক্ষত পাকস্থলীর ক্ষত অন্ননালীর প্রদাহ আলসার ছাড়াই পেটফাঁপা জোলিনজার এলিশন সিনড্রোম প্রভতিতে ব্যবহার করা হয় আন্ত্রিক রক্তক্ষরণে এই ঔষধের ব্যবহার করা হয়
পার্শ্বপ্রতিক্রিয়া
মাথার যন্ত্রণা ঝিমুনিভাব অনিদ্রা মাথাঘোরা চর্মে উদ্ভেব প্রভৃতি শতকরা 2 থেকে 3 জন রোগীর হতে পারে। এছাড়া পাতলা মল মূত্র ভাব ক্ষুধামন্দা প্রভৃতি হতে পারে।
সমস্যা হলে ডাক্তার বাবু পরামর্শ করুন
সাবধানতা
পাকস্থলীর ক্যানসার রোগের ব্যবহার নিষিদ্ধ। গর্ভাবস্থায় স্তন্যদান কালে মহিলাদের ব্যবহার নিষিদ্ধ। শিশুদের এই ঔষধ ব্যবহার চলবে না। মূএপীড়ায় উচ্চমাত্রায় ব্যবহার নিষিদ্ধ
ঔষধের ব্র্যাণ্ডনেম
Aciloc Histac R-loc
এই পোস্টটি পড়ে কোন রকমের সিদ্ধান্তে আসার আগে অবশ্যই যোগ্য ডাক্তারবাবুর পরামর্শ নেবেন।
ধন্যবাদ।
