Pediculosis Description Of The Diseases Causes Of The Diseases Health And Medicine Trips Bangla উকুন রোগের বিবরণ রোগের কারণ
রোগের বিবরণ
মানবদেহের বিভিন্ন স্থানে উকুন (Lice) নামক পরাশ্রয়ী ক্ষুদ্র কিটের আক্রমণজনিত লক্ষণসমূহ কে পেডিকিউলো সিস বলা হয়
আক্রান্ত তন্ত
ত্বকের এই রোগ দ্বারা আক্রান্ত হয়।
আক্রমণের বয়স যে কোন বয়সেই হতে পারে।
আক্রমণের লিঙ্গ পুরুষের তুলনায় মহিলাদের এই রোগে অধিক আক্রান্ত হন
রোগের কারণ
মানুষের শরীরে তিন ধরনের উকুন হয়
প্রথম প্রকার হলো মাথার উকুন বা( pediculus humans capitis, যা দেখতে তামাকে রঙের। এই উকুন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থাকা বা এক বালিশে শয়ন করা বা এক চিরুনিতে চুল আঁচড়ালে প্রকৃতি মাধ্যমে সুস্থ ব্যক্তির দেহে আসে । এইবে যদি একটি গর্ভিনী উকুন সুস্থ ব্যক্তির মাথায় আসে তা থেকে ১০০ টির ও বেশি ডিম প্রবেশ হয় থাকে এই ডিমকে বলা হয় নিকি ( nits) এই নিকি ৭ থেকে ১০ দিন পর ফুটে নতুন উকুনের জন্ম দেয়।এইভাবে এরা বংশবিস্তার করে।
দ্বিতীয় প্রকার হলো দেহের উকুন বা ( pediculus humans corporis) যা দেখতে সাদাটে রঙের।এরা সাধারণত পোশাকে থাকে এবং খাবার সময় মানুষের শরীরে আসে। পোশাক পরিচ্ছন্ন বদল বা আক্রান্ত ব্যক্তির বিছানায় শয়নে মাধ্যমে এই উকুন সুস্থ ব্যক্তির পোশাকে চলে আসে
তৃতীয় প্রকার হলো পেডিকিউলাস পিউবিস ( pediculus pubis) বা phthirus pubis, যা দেখতে চকোলেটের রঙের । এরা বিট প্রদেশের লোম বগল গোঁফ দাড়ি চোখের পাতা প্রভূতি অংশে থাকে। এরা সরাসরি সংস্পর্শের মাধ্যমে বিস্তার লাভ করে।
রোগের লক্ষণ
১মাথার উকুন মাতার চাঁদিতে কামড়ায় ফলে মাতা চুলকায় মাথার চাঁদিতে ঘাও হতে পারে। চিরুনি ব্যবহারের পর লক্ষ্য করলে তাতে উকুন দেখা যাবে। তবে নিকি কোনভাবেই তোলা যায় না সেগুলি চুলের গায়ে লেগে থাকতে দেখা যায়।
২ গায়ের উকুন গায়ে কামড়ালে গা চুলকায় এবং ছোট ছোট উদ্ভিদ বের হয়।
৩ বিটপদেশে বা বগলের উকুনেও সর্বদা সুরসুরি করা বা কামড়ানোর ভাব লক্ষ্য করা হয়। এই উকুন আবাস ছাড়াও ১০ দিন পর্যন্ত বাঁচে।
চিকিৎসা
১ চোখের পাতায় উকুন ছাড়া বাকি সকল স্থানে উকুনের চিকিৎসা করা নিম্নরূপ
Scarab Lotion ( স্ক্যারাব লোশন )
অথবা Gab Lotion ( গ্যাব লোশন )
এই ঔষধ গুলি মাতা বা অন্যান্য আক্রান্ত অংশে ভালোভাবে লাগাতে হবে এবং সেই অংশের কাপড় দিয়ে বেঁধে রাখতে হবে যাতে উকুন বাইরে অন্যএ আশ্রয় না নিতে পারে। ১০ থেকে ১২ ঘন্টা পর সাবান বা শ্যাম্পু ব্যবহার করে ভালোভাবে স্নান করে ফেলতে হবে। এবং সরু চিরুনি ব্যবহার করে সমস্ত উকুন মাথা থেকে বের করে ফেলতে হবে
প্রথম চিকিৎসা ১ সপ্তার পর পুনরায় একদিন ঐ ঔষধ একইভাবে ব্যবহার করতে হবে কারণ ঐ সময়ের মধ্যে নিকিগুলি ফুটে বাচ্চা বের হয় তাই সেগুলিকে ধ্বংস করতে পুনরায় লোশন ব্যবহার অপরিহার্য নচেৎ চিকিৎসা বিফলে যাবে
২ চোখের পাতায় বা ভ্রুতে উকুন থাকলে( petrolatum jelly) পেট্রোলেটাম জেলি অর্থাৎ ভ্যাসেলিন লাগাতে উকুনগুলি শ্বাস রুদ্ধ হয়ে মারা যায় নিকি গুলিকে নষ্ট করতে এই ব্যবহারের দিনে 2 থেকে 3বার 7 থেকে 10 দিন চালাতে চালানো উচিত
এর সাথে যদি সংগ্রহ করা যায় তাহলে (হাইড্রাগ অক্সিডাম ফ্লেভাম ) মিশে নিলে ভালো ফল পাওয়া যায়
আনুষঙ্গিক চিকিৎসা
নিয়মিত পোশাক পরিচ্ছন্ন বিছানা পত্র প্রথমে D D T পাওডার মিশ্রিত জলে ভিজিয়ে পরে ডিটারজেন্ট পাউডার দ্বারা কাচতে হবে।
মাতায় নিয়মিত শ্যাম্পু সাবান ও তেল প্রভৃতি ব্যবহার করতে উকুনের পুনরাক্রমণ ঘটে না। ছোট করে চুল কাটা এবং তিন থেকে চার বার ভালো চিরুনি দিয়ে চুল আঁচড়ালে উকুন হয় না উকুন কামড়ানোর ফলে চর্মে ক্ষতের এর সৃষ্টি হয় জীবাণুর নাশক ঔষধ ব্যবহার করা চলবে।
