সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Vitamin B Complex Health And Medicine Trips Bangla ভিটামিন বি কমপ্লেক্স

 

ভিটামিন বি কমপ্লেক্স 

ভিটামিন বি কমপ্লেক্স হলো কতগুলি ভিটামিন এর সমষ্টি। এই গ্রুপে অন্তর্গত প্রধান প্রধান ভিটামিন গুলি হল বি1 বি2 বি3 বি4 বি5 বি6 এবং বি12।

ভিটামিন বি1 বা থায়ামিন(Thiamin)

একজন বয়স্ক মানুষের প্রত্যেকদিন খাদ্যের ১.৫ মিগ্রা ভিটামিন বি1 থাকার প্রয়োজন। গর্ভবতী মহিলাদের প্রত্যেহ ১.৮-২ মিগ্রা প্রয়োজন‌।
উৎস ঈষ্ট ঢেঁকি ছাঁটা চাল ডাল বাদাম মটর শুঁটি বরবটি বিট গাজর শালগম ফুলকপি গম যব ডিমের কুসুম ইত্যাদি
কজ শর্করা ফ্যাট ও প্রোটিন সংশ্লেষে উৎসেচকদের কাজে সাহায্য করা এই ভিটামিনের প্রধান কাজ
অভাবজনিত লক্ষণ বেরিবেরি স্নায়ুর দুর্বলতা হার্টের দুর্বলতা পলিনিউরাইটিস শ্বাসযন্ত্রে পীড়া প্রভৃতির রোগ লক্ষণ প্রকাশ পায়।

ভিটামিন বি2 বা রাইবোফ্ল্যাভিন (Riboflavin)

পূর্ণবয়স্ক মানুষের প্রত্যেকদিন খাদ্যের এই ভিটামিন ১.৬-২ মিগ্রা হওয়া দরকার।
উৎস ঈষ্ট সকল প্রকার শস্যদানা সবুজ শাকসব্জি দুধ ডিম মাছ মাংস বিভিন্ন প্রকার ডাল ইত্যাদি
কাজ দেহের সবই বৃদ্ধি বজায় রাখার হজম ও বিপাক ক্রিয়ার সাহায্য করা অন্তঃক্ষরা গ্রন্থির সক্রিয়তা বজায় রাখা।
অভাবজনিত লক্ষণ জিহ্বার প্রদাহ ঠোঁট ফাটা ঠোঁটের কোণে ঘা চোখের বিভিন্ন রোগের আক্রান্ত হওয়ার চুল উঠে যাওয়া চামড়া শুকনো ও খসখসে হওয়া প্রভৃতি লক্ষণ প্রকাশ পায়।

ভিটামিন বি3 বা নিয়াসিনামাইড বা নিকোটিনিক অ্যাসিড ( Niacinamide or nicotinic acid)

একজন বয়স্ক মানুষের প্রত্যেকদিন খাদ্যের কমপক্ষে ১৫ থেকে ১৮ মিগ্ৰা এবং গর্ভবতী স্ত্রী লোকের খাদ্য ২০ থেকে ২২ মিগ্রা ভিটামিন  বি৩ থাকা প্রয়োজন।
উৎস ঈষ্ট শস্যদানা  সকল প্রকার ডাল সবুজ শাকসব্জি মটরশুঁটি বরবটি টমেটো দুধ ডিমের কুসুম মাছ মাংস প্রভূতি
কাজ দেহের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখা শর্করা ও ফ্ল্যাটে জাতীয় খাদ্যের পরিপাক ও বিপাক ক্রিয়ার সাহায্য করা  স্নায়ুতন্ত্রের সতেজতা বজায় রাখার পেলেগ্ৰা নিবারণ প্রভৃতি।
অভাবজনিত লক্ষণ চামড়া শুকনো ও খসখসে হয়ে যাওয়ার জিভ ফুলে ওঠা এবং তার রং কালো অথবা লাল হওয়া পেটের বিভিন্ন গন্ডগোল মানসিক বিকলতা ওজন হ্রাস পাওয়া। প্রভৃতি লক্ষণ প্রকাশ পায়।

ভিটামিন বি4 বা ফলিক অ্যাসিড (Folic Acid)

প্রতিদিন খাদ্য কমপক্ষে ১০০০ মাইক্রোকগ্রাম ভিটামিন বি৪ থাকার প্রয়োজন ।
উৎস ঈষ্ট ঢেঁকি ছাঁটা চাল গম যব ভুট্টা সবুজ শাকসব্জি টমেটো গাজর ডিমের কুসুম প্রভৃতি।
কাজ দেহের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখার রক্তের R B Cও  হিমোগ্লোবিন  এর মাত্রা বজায় রাখা প্রভৃতি ভিটামিন বি৪ এর কাজ
অভাবজনিত লক্ষণ  রক্তল্পতা বিশেষঃ গর্ভবস্থায় দুর্বলতা ওজন হ্রাস পাওয়া প্রভৃতি লক্ষণ প্রকাশ পায়।

ভিটামিন বি5 ফাইভ বা প্যানটোথেনিক অ্যাসিড( Pantothenic acid)

একজন পূর্ণবয়স্ক মানুষের প্রত্যেক দিনের খাদ্য কমপক্ষে ১০ মিগ্ৰা ভিটামিন বি ৫ থাকার প্রয়োজন।
উৎস ঈষ্ট সকল প্রকার শস্যদানা বিভিন্ন প্রকার ডাল আলু রাঙা আলু মটরশুটি দুধ ডিমের কুসুম মাংস আখের রস গুড় প্রভূতিতে ভিটামিন বি৫ বতর্মান 
কাজ শর্করা চর্বি জাতীয় খাদ্য বিপাকে সাহায্য করে।
অভাবজনিত স্পাইন্যাল কর্ডের ক্ষয়সাধন থাইমাস ও অ্যাড্রোনাল গ্রন্থির কার্যক্ষমতা হ্রাস পায় ত্বকের ক্ষয় চুলের ফেটে  যাওয়া বা অকাল পক্কতা হজমের গোলমাল প্রভৃতি লক্ষণ প্রকাশ পায়।

ভিটামিন বি6 বা পাইরিডক্সিন(Pyridoxin)

একজন পূর্ণবয়স্ক মানুষের প্রত্যেক দিনের খাদ্য কমপক্ষে এক দুই দশমিক 2.1-2.2 মিগ্ৰা একজন শিশুর প্রত্যেক দিনের খাদ্যের কমপক্ষে 0.4-0.5 মিগ্ৰা এবং গর্ভবতী মহিলার প্রত্যেকদিন খাদ্য কমপক্ষে ২.৫-২.৭ মিগ্ৰা ভিটামিন বি৬ থাকা প্রয়োজন
উৎস বিভিন্ন প্রকার শস্যদানা যেমন চাল গম যব ভুট্টা জোয়ার-সবুজ শাকসবজি ঈষ্ট মাংস ডিম মাছ ভাতের ফেনা প্রভূতিতে ভিটামিন বি ৬ থাকে।
কাজ এই ভিটামিন সর্তকা জাতীয় জাতীয় খাদ্য আমিষ জাতীয় খাদ্য ও চর্বি জাতীয় খাদ্য বিপাক ক্রিয়ার সাহায্য করে
অভাবজনিত লক্ষণ স্নায়ু দুর্বলতা বৃদ্ধি ঠিকমত না হওয়ার। ওজন হ্রাস পাওয়ার ক্রোধ বৃদ্ধি হওয়া।  গর্ভাবস্থায় বিভিন্ন উপসর্গ দেখা দেয়ার জনন ক্ষমতা কমে যাওয়া হজমের গোলমাল চর্মরোগ দেখা দেওয়া প্রভৃতি লক্ষণ প্রবেশ পায়।

ভিটামিন বি বা সায়ানোকোবালামিন (Cyanocobalamin) 

একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন খাদ্য কমপক্ষে ৩ মিগ্ৰা একজন গর্ভবতী মহিলার প্রত্যেকদিন খাদ্য কমপক্ষে ১০-১২ মিগ্ৰা এই ভিটামিন থাকা প্রয়োজন।
উৎস সবুজ শাকসব্জ সব রকমের ফলমূল মাছ মাংস ডিম দুধ ঘি প্রভৃতি ভিটামিন বি১২ যথেষ্ট পরিমাণে থাকে।
কাজ রক্তের গ্লুকোজ অর্থাৎ শর্করার স্বাভাবিক মাত্রা বজায় রাখতে সাহায্য করার রক্তের লোহিত রক্তকণিকা বৃদ্ধিতে সাহায্য করা প্রভৃতি ভিটামিন বি১২ এর কাজ।
অভাবজনিত রক্তেল্পতা স্নায়ুর দুর্বলতা অপুষ্টি লক্ষণ রক্তের শর্করা বৃদ্ধির পাওয়ার প্রভৃতি লক্ষণ প্রকাশ পায়।

এই আর্টিকাল পড়ে কোন রকমের সিদ্ধান্ত নেয়ার আগে ডাক্তারবাবুর সাথে অবশ্যই পরামর্শ নেয়া উচিত। 

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

How to use Calcium channel blockers

সকল প্রকার হৃৎশূল উচ্চ রক্তচাপ হৃৎপেশীর বিবৃদ্ধি প্রান্তস্থ রক্তবাহের সমস্যা কনজেসটিভ হার্ট ফেলিওর হার্ট অ্যাটাক ব্রঙ্কিয়াল অ্যাজমা অন্ননালীর আক্ষেপ প্রভৃতিতে ব্যবহার করা হয় ৫ থেকে ১৫ মিগ্ৰা ২ থেকে ৩ বার পর্যন্ত দেওয়া হয় ক্যালসিয়াম চ্যানেল বিপাকে প্রভাবিত কাজ করে হৃদপিন্ড চাপ উপমায় করে রক্তচাপ কমাতে সাহায্য করে  পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ঘোরা মাথা যন্ত্রণা বমি ভাব দুর্বলতা বুক ধড়ফড়ানি নাক বন্ধ হয়ে যাওয়া প্রান্তস্থ শোথ প্রভৃতির হতে পারে সাবধানতা ডায়াবেটিস নিম্ন রক্তচাপ স্তন্যদানকাল গর্ভাবস্থায় প্রভৃতিতে ব্যবহার নিষিদ্ধ! অ্যামলোডিপিন উচ্চ রক্তচাপ অ্যাকিউট ও ক্রনিক হৃৎশূল প্রভৃতিতে ব্যবহার করা হয় উচ্চ রক্তচাপ হৃৎশূল হার্ট অ্যাটাক রক্তাধিক্য জনিত হার্ট ফেলিওর বাম ভেন্টিকলের ৫ থেকে ১০ মিগ্ৰা দিনে ১ বার দেওয়া যায় পার্শ্ব প্রতিক্রিয়া মাথা যন্ত্রণা ক্লান্ত স্বাভাবিক ঝিমুনি মাথা ঘোরা উত্তেজনা বুক ধড়ফড়ানি বমিভাব প্রান্তস্থ শোথ পেটে ব্যাথা প্রভৃতি হতে পারে সাধারণত যকৃতের রোগে নিম্ন রক্তচাপ গর্ভাবস্থায় এবং স্তন্যদানকাল ব্যবহার করা নিষিদ্ধ ট্রাইমেটাজিডিন ইসকিমিক হার্ট ডিজিজ অ...

How to uses Dengue uses in bangali ডেঙ্গি কী

  ডেঙ্গি হলো একটি মশা বাহিত ও ভাইরাস ঘটিত প্রাণঘাতীয় রোগ  ডেঙ্গির মশা এডিস এজিপটাই ও এডিস এলবোপিকট্রাস এই দুই স্ত্রী মশা হল ডেঙ্গির ভাইরাসের মূল বাহক এগুলি সাধারনত দিনের বেলায় কামড়ায় ডেঙ্গি হ্যামারেজিক ফিভার এর উপসর্গ জ্বর আসার দুই থেকে পাঁচদিনের মধ্যে শারীরিক অবস্থায় অবনতি শরীর ক্রমশ দুর্বল হতে থাকে রক্তে অনুচক্রিকা  প্লেটলেট কমে যায়। রক্তচাপ কমে হাত পা ঠান্ডা হতে শুরু করে নাক মুখ বা দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ হতে পারে অবশ্যই মনে রাখবেন ডেঙ্গির মশা দিনে কামড়ায় ও পরিস্কার জলে ডিম পাড়ে যত্রতত্র জল জমতে দেবেন না যেমন ফুলের টব বালতিতে ইত্যাদি স্বাভাবিক ডেঙ্গির উপসর্গ ১ হঠাৎ প্রচন্ড জ্বর আসা সঙ্গে মাথা ব্যাথা ২ জ্বর একদিনের মধ্যে দেখা যায় মাথায় হাতে পায়ে গাঁটে ৩ দুই চোখের পিছনে প্রচন্ড ব্যাথা ৪ শরীরের বিভিন্ন অংশে চুলকানি ও জ্বালা ভাব থাকে ৫ বমি ও কাঁপুনি থাকে ৬ আরো ইত্যাদি রোগ প্রতিরোধ ও চিকিৎসা  ১) প্রথমেই আতঙ্কিত না হওয়া ২) উপরের উপসর্গ মিললে হাসপাতালে যান ৩) চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না ৪) বেশি পরিমাণে ডাবের জল নুন চিনি জল ORS পান করুন ৫) অল...

nephritis meaning in bengali নেফ্রাইটিস কেন হয়

  বিবরণ বৃক্ককোষে অবস্থিত ছাঁকনি সমূহ গ্লোমেরুলি জীবাণু দূষণ জনিত কারণে ক্ষতিগ্ৰস্ত এবং প্রদাহিত হতে থাকে। একেই বৃক্ককোষে প্রদাহ বা তীব্র গ্লোমেরুলোনফ্রাইটিস বলা হয়। আক্রান্ত তন্ত্র মূত্রযন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয়। আক্রমণের বয়স যে কোন বয়সই এই রোগ হতে পারে। আক্রান্ত লিঙ্গ মহিলাদের যে পুরুষেরা এই রোগে বেশি আক্রান্ত হন। কারণ ফ্যারিংজাইটিস টনসিলাইটিস মধ্যকর্ণের প্রদাহ প্রভৃতি রোগের বীজাণুরা মূত্রগ্ৰন্থিকে আক্রমণ করে বলে এই রোগের সৃষ্টি হয়। সরাসরি সংক্রমণ ও হতে পারে। লক্ষণ ১ পেটে যন্ত্রণা হতে পারে। ২ জ্বর ভাব হতে দেখা যায়। ৩ ক্ষুধা মন্দা হতে পারে। ৪ প্রস্রাবে জ্বালা হতে পারে। ৫ প্রস্রাবের পরিমাণ কমে যায়। ৬ প্রস্রাবের রক্ত থাকে সামান্য। ৭ বেশি থাকলে চায়ের মত প্রস্রাব হয়। ৮ সকালে চোখ মুখ ফোলে এবং বিকালে ও সন্ধ্যা পা ও জানু ফোলে। ৯ প্রস্রাবের পরিমাণ কম হয়। ১০ পিঠের নিচের দিকে আড়ষ্ট ব্যাথা হয়। ১১ দু পায়ে যন্ত্রণা হতে থাকে। আনুষঙ্গিক চিকিৎসা ১ রোগীকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। ২ জটিলতা সৃষ্টি হলে বিশেষজ্ঞ পরামর্শ নিতে হবে। ৩ প্রয়োজনে ডায়ালিসিস করতে হবে। ৪ সুসিদ্ধ ভাত...