রোগের বিবরণ
মস্তিষ্ক ও ব্রেনের অস্বাভাবিকতা ও তার জন্য খিঁচুনি জ্ঞান লোভ পাওয়া প্রভৃতিকে মৃগীরোগ বলা হয়।
আক্রান্ত তন্ত্র
স্নায়ুতন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয়।
বংশগত কারণ বেশিরভাগ ক্ষেত্রে বংশগত কারণে জড়িত থাকে।
আক্রমণের বয়স সকল বয়সে এই রোগ হতে পারে।
আক্রমণের লিঙ্গ স্ত্রী ও পুরুষ উভয়ের সমানভাবে এই রোগ হতে পারে।
রোগের কারণ
মস্তিস্কে অক্সিজেনের সরবরাহ ঠিকমতো না হওয়ার মস্তিষ্কে টিউমার হওয়া মস্তিষ্কে মারাত্মক আঘাত হওয়া সীমা অ্যালকোহল পাইক্রোটক্সিন ট্রিকনিস প্রভৃতির বিষক্রিয়া বাহ্যিক কারণ যেমন শব্দ আলোকও অনুভূতির বিকৃত জনিত সমস্যা মারাত্মকভাবে জ্বরে ভোগা প্রভৃতি থেকে এই রোগের সূচনা হয়।।
রোগের লক্ষণ
১ মাথা ঘোরা মাথা ঝিমঝিম করা সেইসঙ্গে চৈতন্য লোপ হয়
২ সর্বঙ্গে ব্যাথা কান ভোঁ ভোঁ করা ঝাপসা দৃষ্টি প্রভৃতি থাকতে পারে।
৩ মুখে ফেনা এবং গায়ে ঠান্ডা চটচটে ঘাম হয
৪ জ্ঞান লোপ পাওয়ার সাথে সাথে রোগীর সারা দেহের পেশী সমূহ শক্ত ও দৃঢ় হয়ে যায়। এই অবস্থায় ৩০ থেকে ৪৫ মিটার পর্যন্ত থাকতে পারে মুখে গোঁয়ানির শব্দ হয়।
৫ ২থেকে৫ মিনিট খিচুনি হয় তারপরে খিচুনি বন্ধ হয়ে রোগীর নিস্তেজ ভাবে কিছুক্ষণ পরে থাকে
৬ রোগীর জিভ কামড়ে ফেলতে পারে। কখনো কখনো মল মূত্র ত্যাগ করে বসে।
৭ হৃদপিন্ডে অনিয়মিত কাজ উচ্চ বা নিম্নরক্ত চাপ হতে পারে।
৮ জিহ্বার ও অসাড়তা হতে পারে।
৯ মস্তিষ্কের পরিচালনা ক্ষমতার লোপ পাওয়া মস্তিষ্কের রক্ত সরবরাহ হলে অবরোধ মস্তিষ্কের শোথ প্রভৃতি থাকতে পারে।
রোগ নির্ণয়
১ রোগের লক্ষণ অনুযায়ী।
২ বংশ ইতিহাস থাকে।
৩ EEG Analysis অর্থাৎ ইলেকট্রো এসেফালোগ্ৰাম পর্যবেক্ষণ থেকে রোগীর হদিস পাওয়া যায়।
৪ C.T.Scan,MRI প্রভৃতি থেকেও রোগের হদিস পাওয়া যায়
৫ সিরাপ গ্লুকোজ সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেসিয়াম BUNঅ্যামোনিয়া প্রভৃতি টেস্ট করলে রোগের হদিস মেলে। এগুলির মাত্রা অস্বাভাবিক হয়।।
চিকিৎসা
1 অ্যাকিউট অবস্থায় অর্থাৎ আক্রমণের প্রথম অবস্থায় যখন সংজ্ঞা লোপ খিঁচুনি মুখে ফেনা ওঠে প্রভৃতি চলতে থাকে তখন নিচে চিকিৎসা চালাতে হবে
Tab versizur 200mg( ট্যাবলেট ভারসিজার ২০০মিগ্ৰা)
১টি করে ৩বার পরে ২ টি করে দিনে ৩ বার দেওয়া যাবে।
অথবা Tab Tegretol 200 mg ( ট্যাবলেট টেগ্ৰেটল২০০ মিগ্ৰা)
১ টি করে দিনে ৩ বার ১ সপ্তাহ, পরের সপ্তাহে ৪০০ মিগ্ৰা ট্যাবলেট দিনে ৩ বার দেওয়া যাবে।
2 Grand Mal Epilepsy অর্থাৎ সম্পূর্ণভাবে চৈতন্য লোপ প্রাপ্ত মৃগী রোগের চিকিৎসা নিম্নরূপ হবে।
Tab Epsolin-100 mg ( ট্যাবলেট এপসোলিন ১০০ মিগ্ৰা)
১ টি করে দিনে ৩ বার খাবার পর দুধসহ খেতে হবে।
অথবা Cap Epileptin 100 mg ( ক্যাপসুল এপিলেপটিন ১০০ মিগ্ৰা
১ টি করে দিনে ৩ বার খাবার পর দুধসহ খেতে হবে।
অনুষঙ্গিক চিকিৎসা
মৃগী রোগের নাকের কাছে শুকনো চামড়া অথবা চামড়ার জুতো দিয়ে তার ঘ্রাণের ফলের শীঘ্র চৈতন্য লাভ হয়।
মৃগীরোগেকে লঘু পথ্য নিরামিষ ভোজন ও শীতল জলে স্নান প্রভৃতি করানো ভালো। মৃগী রোগের মৃত্যুর কারণ হয় আকস্মিক দুর্ঘটনা। তাই তাদের সর্বদা সাধারণত অবলম্বন করা দরকার। মৃগী রোগের পুকুরে নামা বা সাঁতার কাটা নিষিদ্ধ ।মেশিন চালানো গাড়ি চালানো পাহাড়ে ওটা প্রভৃতি বন্ধ রাখতে হবে তাহলে দুর্ঘটনা এড়ানো সম্ভব।
এই আর্টিকাল পড়ে কোন রকমের সিদ্ধান্ত নেয়ার আগে যোগ্য ডাক্তারবাবুর সাথে অবশ্যই পরামর্শ নেয়া উচিত।
