রোগের বিবরণ
নাসিকাগহর বা নাসিকারছিদ্র দিয়ে সামান্য বা অধিক পরিমাণের রক্ত বের হওয়াকে এপিসট্যাক্সিস বা নাক হতে রক্তপাত বলা হয়। এটি অন্য রোগের লক্ষণ মাত্র।
আক্রান্ত তন্ত্র
শ্বাসতন্ত্রে এই রোগের দ্বারা আক্রান্ত হয় ।
যেকোনো বয়সের এই রোগ হতে পারে।
আক্রান্ত লিঙ্গ মহিলা ও পুরুষ সমানভাবে এই রোগ আক্রান্ত হয়
রোগের কারণ
নাকের বাইরে কোন ব্স্ত প্রবেশজনিত আঘাত দুর্ঘটনাজনিত আঘাত ক্রমিক সাইনাস প্রদাহ ক্রনিক নাসিকা প্রদাহ নাকের মধ্যে polyp বা মাংসাষ্কর থাকা শুষ্ক আবহাওয়া অর্থাৎ বাতাসের অপেক্ষিত আর্দ্রতা খুব কমে যাওয়ার জায়গায় বসবাস নাসিকায় অর্বুদ থাকে রক্ত বা রক্তবাহনে রোগে ভোগা উচ্চ রক্তচাপের ভোগা নাসিকা ভেদকের ছেদন প্রভৃতি বিভিন্ন কারণ এই রোগ হয়। মেয়েদের ঋতুর গোলযোগ থেকেও এই রোগ হতে পারে।
রোগের লক্ষণ
১ হঠাৎ মাথা যন্ত্রণা বা মাথা ঘোরা দেখা যায়।
২ নাক দিয়ে তরল রক্তস্রাব অথবা চাপ চাপ কালো রক্ত আসতে থাকে।
৩ মুখের থুতুর মাধ্যমে টুকরো টুকরো রক্ত আসতে পারে।
চিকিৎসা বড় দের জন্য
1 উচ্চ রক্তচাপ অর্থাৎ Hypertension থেকে হলে রক্তপাত শুভ লক্ষণ এবং বন্ধ করার চেষ্টা না করাই ভালো। তবে বেশি হতে থাকলে চিকিৎসা করতে হবে।
2 আঘাত প্রাপ্তি অথবা অন্য কারণে সামান্য সামান্য রক্তপাত হতে থাকলে আর অ্যারোমেটিক স্পিরিট অব অ্যামোনিয়া ( Spirit Ammon Aromate) এর ঘ্রণ নিলে অনেক সময় ভালো ফল পাওয়া যায়
Tab Styptovit ( ট্যাবলেট স্টিপটোভিট)
১ একটি করে দিনে ৩ বার যতদিন না রক্তপাত সম্পূর্ণরূপে বন্ধ হয়
অথবা Tab Kerutin C ( ট্যাবলেট কেরুটিন সি)
১ টি করে দিনে ২ থেকে ৩ বার যতদিন না রক্তপাত
সম্পূর্ণরূপে বন্ধ হয়
3 কোন রোগ থেকে হচ্ছে তার নিরূপণ করে তার চিকিৎসা অবশ্যই করাতে হবে
এই আর্টিকাল পড়ে কোন রকমের সিদ্ধান্ত নেয়ার আগে যোগ্য ডাক্তারবাবুর সাথে অবশ্যই পরামর্শ নেয়া উচিত।
