Famotidine Health And Medicine Trips Bangla ব্যবহার মাত্রা পার্শ্ব প্রতিক্রিয়া আন্তঃবিক্রিয়া সাবধানতা ঔষধের ব্র্যান্ডনেম
ইহা পৌষ্টিকতন্ত্রে ক্ষত নিবারণকারী হাইড্রোজেন গ্ৰাহী গ্রুপের রসায়ন। ইহা পাকস্থলীর সকল রসক্ষরণে বাধা দেয়। ইহা খাদ্য পূর্ণ অবস্থায় রাত্রিতে এবং উত্তেজনক ভোজনের পর পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণকে নিয়মিত করার ঔষধ গ্রহণের ১০-১২ ঘন্টার পর পর্যন্ত এই ঔষধ অ্যাসিড ক্ষরণকে নিয়মিত করতে পারে। ইহা পুষ্টিকতন্ত্র থেকে দ্রুত এবং অনেকটাই শোষিত হয়। গ্রহণের ১-৩ ঘন্টার মধ্যে ইহা রক্তরসে সর্বোচ্চমাত্রায় উপস্থিত হয়। ইহার সামান্য অংশ যকৃত পাচিত হয়। এই ঔষধের প্রায় অধিকাংশটাই অপরিবর্তিত অবস্থায় মূত্র পথে ও মলের সাথে দেহের বাইরে নির্গত হয়।
ব্যবহার
ডিওডেনামের ক্ষত পাকস্থলীর ক্ষত অন্ননালীর ক্ষত এবং জোলিনজার এলিশন সিনড্রোম প্রভৃতিতে ব্যবহার করা হয়
মাত্রা
ডিওডেনামের ক্ষতে ২০ মিগ্ৰা ট্যাবলেট দিনে ২ বার ১-২ মাস। পরে প্রত্যেক রাতে শোবার সময় ২০ মিগ্ৰা ট্যাবলেট ১ টি করে ৬ মাস থেকে ১ বছর চালাতে হবে।
পাকস্থলীর ক্ষতে ৪০ মিগ্রা ট্যাবলেট রাত্রে শোবার সময় ১ টি করে অথবা ২০ মিগ্রা দিনে ২ বার ২ মাস চালাতে হবে। পরে কেবল মাত্র রাত্রে শোবার সময় ২০ মিগ্রা ট্যাবলেট ১ টি করে ১ থেকে ২ মাস চালাতে হবে।
অন্ননালীর প্রদাহে ৪০ মিগ্ৰা রাত্রে শোবার সময় ১ বার ১ মাস চালাতে হবে। পরে ২০ মিগ্রা ১ মাস। জোলিনজার এলিশন সিনড্রোম ২০ মিগ্ৰা ট্যাবলেট দিনে ৪ বার কয়েক মাস চালাতে হবে।
পার্শ্ব প্রতিক্রিয়া
এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া খুব কমই হতে দেখা যায়।তবে মাঝে মধ্যে উদরাময় বা কোষ্ঠ কাঠিন্য বমি ভাব বা বমি ক্ষুধা মন্দা মাথা ধরা ঝিমানোভাব প্রভৃতিতে অভিযোগ থাকে। দীর্ঘদিন চিকিৎসা চালাতে রক্তের স্বাভাবিক চিত্র পরিবর্তিত হয়।
আন্তঃবিক্রিয়া কোন আন্তঃবিক্রিয়া ঘটে না।
সাবধানতা
গর্ভবতী মহিলা স্তন্যদানকারী মাতা সকল বয়সের শিশুদের এই ঔষধ ব্যবহার নিষিদ্ধ। মূত্রাবরোধে এই ঔষধ ব্যবহার চলবে না। পাকস্থলী বা অন্ত্রের ক্যানসার রোগে এই ঔষধ ব্যবহার নিষিদ্ধ।
ঔষধের ব্র্যান্ডনেম
Acipep,Famocide,Famonit, Famotidine ইত্যাদি
এই আর্টিকাল পড়ে কোন রকমের সিদ্ধান্ত নেয়ার আগে যোগ্য ডাক্তারবাবুর সাথে অবশ্যই পরামর্শ নেয়া উচিত।
