Nausea or Vomiting Health And Medicine Trips Bangla (রোগের বিবরণ আক্রান্ত তন্ত্র রোগের কারণ রোগের লক্ষণ চিকিৎসা আনুষঙ্গিক চিকিৎসা )
রোগের বিবরণ
পৌষ্টিকতন্ত্র বিশেষতঃ পাকস্থলী মধ্যস্থিত পাচিত বা অপাচিত খাদ্যবস্ত্র উপরের দিকে উঠে আসা এবং তার মুখ গহ্বর দিয়ে নির্গত হয়ে যাওয়াকে বমি বলা হয়। বমি করার ইচ্ছা জাগাকে গা বমি বা Nausea বলা হয়।
আক্রান্ত তন্ত্র
পৌষ্টিকতন্ত্র এবং স্নায়ুতন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয়।
আক্রমণের বয়স সব বয়সে এই রোগ হতে পারে।
আক্রমণের লিঙ্গ স্ত্রী এবং পুরুষ উভয়ের সমানভাবে এই রোগ হতে পারে।
রোগের কারণ
অধিক পরিমাণে খাদ্যগ্রহণ হেতু পাকস্থলীর গায়ে চাপ সৃষ্টি অতিরিক্ত অম্ল সৃষ্টি হওয়া মাদক দ্রব্য সেবন কৃমি রোগে ভোগা জন্ডিস বা হেপাটাইটিস রোগ হওয়া অ্যাপেন্ডিসাইটিস বা উপাঙ্গ প্রদাহ হওয়া ম্যালেরিয়া রোগে জ্বর বৃদ্ধি পাওয়া ক্রনিক আমাশয়ে ভোগা খাদ্যদুষ্টি কলেরা বা ডায়রিয়া রোগীদের ডিহাইড্রেশন অর্থাৎ জল শূন্যতা দেখা দিলে বমি হয় অথবা গা বমি ভাব থাকে। এছাড়া যানবাহনের ভ্রমণের কারণে অনেকের গা বমি বা বমি হতে দেখা যায়। মহিলাদের গর্ভধারণ ঘটলে স্বাভাবিক কারণে গা বমি ভাব বা বমি হতে দেখা যায়। অস্ত্রোপাচার বা রেডিওথেরাপির ফলে বমি ভাব বা বমি হতে পারে।
রোগের লক্ষণ
১ পেটের ভিতরে পাক দিয়ে গা গুলিয়ে ওঠে শরীরে আনচান করে বুক ধড়ফড় করে সশব্দে বমি বের হয়ে আসে।
২ মুখে নোনতা বা টক আস্বাদ বিশিষ্ট্য জল ওঠে।
৩ হজম না হওয়া খাদ্যবস্ত সব উঠে আসতে থাকে।
৪ বমি হতে হতে গলা চিরে রক্ত বের হয়ে আসে।
৫ পেট ব্যাথা হয়ে যায়।
৬ মাথা যন্ত্রণা হতে পারে অনিদ্রি হতে দেখা যায়।
চিকিৎসা
1 যেকোনো কারণে অত্যধিক বমি হতে থাকলে বা গা বমি দেখা দিলে দিতে হবে
Tab Reglan -10 mg (ট্যাবলেট রেগল্যান ১০ মিগ্ৰা)
১টি করে দিনে ৩ বার খাবার আগে খেতে দিতে হবে।
অথবা Tab Sigmet-10 mg (ট্যাবলেট পিগমেন্ট ১০ মিগ্ৰা)
১ টি করে দিনে ৩ বার খাবার আধঘন্টা আগে খেতে দিতে হবে।
2 অস্ত্রোপচারের পর বা রাশ্মি চিকিৎসা (Radio therapy) পর বমি ভাব বা বমি হলে এবং তার সাথে মাথা ঘোরা থাকলে নিচের ঔষধ দিতে হবে।
Tab Ondem 8 mg (ট্যাবলেট অনডেম ৮মিগ্ৰা)
১ টি করে ১২ ঘন্টা অন্তর খেতে হবে যতদিন না রোগ লক্ষণ অপসারিত হচ্ছে।
অথবা Tab Emsetron-8 mg (ট্যাবলেট এমসেটরন -৮ মিগ্ৰা)
১ টি করে ১২ ঘন্টা অন্তর খেতে হবে যতদিন না রোগ লক্ষণ অপসারিত হচ্ছে।
3 গর্ভাবস্থায় বমি স্বাভাবিক ব্যাপার সামান্য হলেও বন্ধ না করাই ভালো। খুব বেশি হতে থাকলে বা খাবার মোটেই পেটে না থাকলে তখন নিচে যে কোন একটি ঔষধ ব্যবস্থা করা যাবে।
Tab Doxinate (ট্যাবলেট ডক্সিনেট)
১ টি করে দিনে ২ বার সকালে ও সন্ধ্যা অথবা কেবলমাত্র রাত্রে শোয়ার সময় ২ টি দেওয়া যাবে।
আনুষঙ্গিক চিকিৎসা
গ্লুকোজের জল ডাবের জল চিনির সরবৎ মুড়ি বা মেথি ভেজানো জল প্রভৃতি বরফে রেখে ঠান্ডা করে খেতে দিলে বমি বন্ধ হয়। এগুলি অল্প অল্প করে বারংবার খাওয়াতে হয়। রোগীর সুস্থ বোধ করলে ঝোল ভাত দেওয়া যায়। অনেকের ভ্রমণ জনিত কারণে গা বমি বিভিন্ন সুগন্ধি বস্তুর ঘ্রাণা নিলে ভালো হয়। অনেকে লেবুর ঘ্রাণ নেয় এতেও অনেক ক্ষেত্রে ভাল ফল হয়।
এই আর্টিকাল পড়ে কোন রকমের সিদ্ধান্ত নেয়ার আগে যোগ্য ডাক্তারবাবুর সাথে অবশ্যই পরামর্শ নেয়া উচিত।
