সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Nausea or Vomiting Health And Medicine Trips Bangla (রোগের বিবরণ আক্রান্ত তন্ত্র রোগের কারণ রোগের লক্ষণ চিকিৎসা আনুষঙ্গিক চিকিৎসা )



রোগের বিবরণ

পৌষ্টিকতন্ত্র বিশেষতঃ পাকস্থলী মধ্যস্থিত পাচিত বা অপাচিত খাদ্যবস্ত্র উপরের দিকে উঠে আসা এবং তার মুখ গহ্বর দিয়ে নির্গত হয়ে যাওয়াকে বমি বলা হয়। বমি করার ইচ্ছা জাগাকে গা বমি বা Nausea বলা হয়।

আক্রান্ত তন্ত্র

পৌষ্টিকতন্ত্র এবং স্নায়ুতন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয়।

আক্রমণের বয়স সব বয়সে এই রোগ হতে পারে।
আক্রমণের লিঙ্গ স্ত্রী এবং পুরুষ উভয়ের সমানভাবে এই রোগ হতে পারে।

রোগের কারণ

অধিক পরিমাণে খাদ্যগ্রহণ হেতু পাকস্থলীর গায়ে চাপ সৃষ্টি অতিরিক্ত অম্ল সৃষ্টি হওয়া মাদক দ্রব্য সেবন কৃমি রোগে ভোগা জন্ডিস বা হেপাটাইটিস রোগ হওয়া অ্যাপেন্ডিসাইটিস বা উপাঙ্গ প্রদাহ হওয়া ম্যালেরিয়া রোগে জ্বর বৃদ্ধি পাওয়া ক্রনিক আমাশয়ে ভোগা খাদ্যদুষ্টি কলেরা বা ডায়রিয়া রোগীদের ডিহাইড্রেশন অর্থাৎ জল শূন্যতা দেখা দিলে বমি হয় অথবা গা বমি ভাব থাকে। এছাড়া যানবাহনের ভ্রমণের কারণে অনেকের গা বমি বা বমি হতে দেখা যায়। মহিলাদের গর্ভধারণ ঘটলে স্বাভাবিক কারণে গা বমি ভাব বা বমি হতে দেখা যায়। অস্ত্রোপাচার বা রেডিওথেরাপির ফলে বমি ভাব বা বমি হতে পারে।

রোগের লক্ষণ

১ পেটের ভিতরে পাক দিয়ে গা গুলিয়ে ওঠে শরীরে আনচান করে বুক ধড়ফড় করে সশব্দে বমি বের হয়ে আসে।
২ মুখে নোনতা বা টক আস্বাদ বিশিষ্ট্য জল ওঠে।
৩ হজম না হওয়া খাদ্যবস্ত সব উঠে আসতে থাকে।
৪ বমি হতে হতে গলা চিরে রক্ত বের হয়ে আসে।
৫ পেট ব্যাথা হয়ে যায়।
৬ মাথা যন্ত্রণা হতে পারে অনিদ্রি হতে দেখা যায়।

চিকিৎসা

1 যেকোনো কারণে অত্যধিক বমি হতে থাকলে বা গা বমি দেখা দিলে দিতে হবে
Tab Reglan -10 mg (ট্যাবলেট রেগল্যান ১০ মিগ্ৰা)
১টি করে দিনে ৩ বার খাবার আগে খেতে দিতে হবে।
অথবা Tab Sigmet-10 mg (ট্যাবলেট পিগমেন্ট ১০ মিগ্ৰা)
১ টি করে দিনে ৩ বার খাবার আধঘন্টা আগে খেতে দিতে হবে।
2 অস্ত্রোপচারের পর বা রাশ্মি চিকিৎসা (Radio therapy) পর বমি ভাব বা বমি হলে এবং তার সাথে মাথা ঘোরা থাকলে নিচের ঔষধ দিতে হবে।
Tab Ondem 8 mg (ট্যাবলেট অনডেম ৮মিগ্ৰা)
১ টি করে ১২ ঘন্টা অন্তর খেতে হবে যতদিন না রোগ লক্ষণ অপসারিত হচ্ছে।
অথবা Tab Emsetron-8 mg (ট্যাবলেট এমসেটরন -৮ মিগ্ৰা)
১ টি করে ১২ ঘন্টা অন্তর খেতে হবে যতদিন না রোগ লক্ষণ অপসারিত হচ্ছে।
3 গর্ভাবস্থায় বমি স্বাভাবিক ব্যাপার সামান্য হলেও বন্ধ না করাই ভালো। খুব বেশি হতে থাকলে বা খাবার মোটেই পেটে না থাকলে তখন নিচে যে কোন একটি ঔষধ ব্যবস্থা করা যাবে।
Tab Doxinate (ট্যাবলেট ডক্সিনেট) 
১ টি করে দিনে ২ বার সকালে ও সন্ধ্যা অথবা কেবলমাত্র রাত্রে শোয়ার সময় ২ টি দেওয়া যাবে।

আনুষঙ্গিক চিকিৎসা 

গ্লুকোজের জল ডাবের জল চিনির সরবৎ মুড়ি বা মেথি ভেজানো জল প্রভৃতি বরফে রেখে ঠান্ডা করে খেতে দিলে বমি বন্ধ হয়। এগুলি অল্প অল্প করে বারংবার  খাওয়াতে হয়। রোগীর সুস্থ বোধ করলে ঝোল ভাত দেওয়া যায়। অনেকের ভ্রমণ জনিত কারণে গা বমি বিভিন্ন সুগন্ধি  বস্তুর ঘ্রাণা নিলে ভালো হয়। অনেকে লেবুর ঘ্রাণ নেয় এতেও অনেক ক্ষেত্রে ভাল ফল হয়।

এই আর্টিকাল পড়ে কোন রকমের সিদ্ধান্ত নেয়ার আগে যোগ্য ডাক্তারবাবুর সাথে অবশ্যই পরামর্শ নেয়া উচিত। 

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

How to use Calcium channel blockers

সকল প্রকার হৃৎশূল উচ্চ রক্তচাপ হৃৎপেশীর বিবৃদ্ধি প্রান্তস্থ রক্তবাহের সমস্যা কনজেসটিভ হার্ট ফেলিওর হার্ট অ্যাটাক ব্রঙ্কিয়াল অ্যাজমা অন্ননালীর আক্ষেপ প্রভৃতিতে ব্যবহার করা হয় ৫ থেকে ১৫ মিগ্ৰা ২ থেকে ৩ বার পর্যন্ত দেওয়া হয় ক্যালসিয়াম চ্যানেল বিপাকে প্রভাবিত কাজ করে হৃদপিন্ড চাপ উপমায় করে রক্তচাপ কমাতে সাহায্য করে  পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ঘোরা মাথা যন্ত্রণা বমি ভাব দুর্বলতা বুক ধড়ফড়ানি নাক বন্ধ হয়ে যাওয়া প্রান্তস্থ শোথ প্রভৃতির হতে পারে সাবধানতা ডায়াবেটিস নিম্ন রক্তচাপ স্তন্যদানকাল গর্ভাবস্থায় প্রভৃতিতে ব্যবহার নিষিদ্ধ! অ্যামলোডিপিন উচ্চ রক্তচাপ অ্যাকিউট ও ক্রনিক হৃৎশূল প্রভৃতিতে ব্যবহার করা হয় উচ্চ রক্তচাপ হৃৎশূল হার্ট অ্যাটাক রক্তাধিক্য জনিত হার্ট ফেলিওর বাম ভেন্টিকলের ৫ থেকে ১০ মিগ্ৰা দিনে ১ বার দেওয়া যায় পার্শ্ব প্রতিক্রিয়া মাথা যন্ত্রণা ক্লান্ত স্বাভাবিক ঝিমুনি মাথা ঘোরা উত্তেজনা বুক ধড়ফড়ানি বমিভাব প্রান্তস্থ শোথ পেটে ব্যাথা প্রভৃতি হতে পারে সাধারণত যকৃতের রোগে নিম্ন রক্তচাপ গর্ভাবস্থায় এবং স্তন্যদানকাল ব্যবহার করা নিষিদ্ধ ট্রাইমেটাজিডিন ইসকিমিক হার্ট ডিজিজ অ...

How to uses Dengue uses in bangali ডেঙ্গি কী

  ডেঙ্গি হলো একটি মশা বাহিত ও ভাইরাস ঘটিত প্রাণঘাতীয় রোগ  ডেঙ্গির মশা এডিস এজিপটাই ও এডিস এলবোপিকট্রাস এই দুই স্ত্রী মশা হল ডেঙ্গির ভাইরাসের মূল বাহক এগুলি সাধারনত দিনের বেলায় কামড়ায় ডেঙ্গি হ্যামারেজিক ফিভার এর উপসর্গ জ্বর আসার দুই থেকে পাঁচদিনের মধ্যে শারীরিক অবস্থায় অবনতি শরীর ক্রমশ দুর্বল হতে থাকে রক্তে অনুচক্রিকা  প্লেটলেট কমে যায়। রক্তচাপ কমে হাত পা ঠান্ডা হতে শুরু করে নাক মুখ বা দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ হতে পারে অবশ্যই মনে রাখবেন ডেঙ্গির মশা দিনে কামড়ায় ও পরিস্কার জলে ডিম পাড়ে যত্রতত্র জল জমতে দেবেন না যেমন ফুলের টব বালতিতে ইত্যাদি স্বাভাবিক ডেঙ্গির উপসর্গ ১ হঠাৎ প্রচন্ড জ্বর আসা সঙ্গে মাথা ব্যাথা ২ জ্বর একদিনের মধ্যে দেখা যায় মাথায় হাতে পায়ে গাঁটে ৩ দুই চোখের পিছনে প্রচন্ড ব্যাথা ৪ শরীরের বিভিন্ন অংশে চুলকানি ও জ্বালা ভাব থাকে ৫ বমি ও কাঁপুনি থাকে ৬ আরো ইত্যাদি রোগ প্রতিরোধ ও চিকিৎসা  ১) প্রথমেই আতঙ্কিত না হওয়া ২) উপরের উপসর্গ মিললে হাসপাতালে যান ৩) চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাবেন না ৪) বেশি পরিমাণে ডাবের জল নুন চিনি জল ORS পান করুন ৫) অল...

nephritis meaning in bengali নেফ্রাইটিস কেন হয়

  বিবরণ বৃক্ককোষে অবস্থিত ছাঁকনি সমূহ গ্লোমেরুলি জীবাণু দূষণ জনিত কারণে ক্ষতিগ্ৰস্ত এবং প্রদাহিত হতে থাকে। একেই বৃক্ককোষে প্রদাহ বা তীব্র গ্লোমেরুলোনফ্রাইটিস বলা হয়। আক্রান্ত তন্ত্র মূত্রযন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয়। আক্রমণের বয়স যে কোন বয়সই এই রোগ হতে পারে। আক্রান্ত লিঙ্গ মহিলাদের যে পুরুষেরা এই রোগে বেশি আক্রান্ত হন। কারণ ফ্যারিংজাইটিস টনসিলাইটিস মধ্যকর্ণের প্রদাহ প্রভৃতি রোগের বীজাণুরা মূত্রগ্ৰন্থিকে আক্রমণ করে বলে এই রোগের সৃষ্টি হয়। সরাসরি সংক্রমণ ও হতে পারে। লক্ষণ ১ পেটে যন্ত্রণা হতে পারে। ২ জ্বর ভাব হতে দেখা যায়। ৩ ক্ষুধা মন্দা হতে পারে। ৪ প্রস্রাবে জ্বালা হতে পারে। ৫ প্রস্রাবের পরিমাণ কমে যায়। ৬ প্রস্রাবের রক্ত থাকে সামান্য। ৭ বেশি থাকলে চায়ের মত প্রস্রাব হয়। ৮ সকালে চোখ মুখ ফোলে এবং বিকালে ও সন্ধ্যা পা ও জানু ফোলে। ৯ প্রস্রাবের পরিমাণ কম হয়। ১০ পিঠের নিচের দিকে আড়ষ্ট ব্যাথা হয়। ১১ দু পায়ে যন্ত্রণা হতে থাকে। আনুষঙ্গিক চিকিৎসা ১ রোগীকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। ২ জটিলতা সৃষ্টি হলে বিশেষজ্ঞ পরামর্শ নিতে হবে। ৩ প্রয়োজনে ডায়ালিসিস করতে হবে। ৪ সুসিদ্ধ ভাত...