Omeprazole 20mg Capsule Health And Medicine Trips Bangla ( ওমেপ্রাজোল ২০মিগ্ৰা ব্যবহার মাত্রা পার্শ্বপ্রতিক্রিয়া সাবধানতা ওষুধের ব্যান্ডনেম
ইহা একটি নতুন শ্রেণীর পৌষ্টিকতন্ত্রের ক্ষত নিবারনকারী ঔষধ। ইহা অ্যান্টাসিড বা হাইড্রোজেন গ্ৰাহী( H2- receptar) গ্রুপের ঔষধ থেকে সম্পূর্ণ পৃথক। ইহা প্রোটন পাম্প ইনহিবিটর অর্থাৎ ইহা যাবতীয় আন্ত্রিকরসের অতিরিক্ত ক্ষরণে বাধা দান করে এবং স্বাভাবিকক্ষরণ হতে সাহায্য করে, ফলে ক্ষত নিরামন বা প্রতিরোধ সহজ হয়। এই ঔষধ পুষ্টিকতন্ত্র থেকে দ্রুত শোষিত হয় এবং পাচনের পর ৮০ শতাংশ মূত্র পথে নির্গত হয়। বাকী অংশ মলের সাথে নির্গত হয়। এই ঔষধ ২ সপ্তাহের মধ্যে ক্ষত নিরাময় করতে এবং পাকস্থলীর রসক্ষরণকে স্বাভাবিক করতে সমর্থ হয়।
ব্যবহার
ডিওডেনামের ক্ষত পাকস্থলীর ক্ষত অন্ননালীর ক্ষত বা প্রদাহ জোলিনজার এলিশন সিনড্রোম ইত্যাদিতে ব্যবহার করা হয়।
মাত্রা
ডিওডেনামের ক্ষতে ২০ মিগ্ৰা ক্যাপসুল প্রত্যহ সকালে খালি পেটে ১ টি করে ১ মাস খেতে হবে। পাকস্থলীর ক্ষতে ২০ থেকে ৪০ মিগ্রা দিনে ১ বার সকালে খালি পেটে ২ মাস খেতে হবে। অন্ননালীর প্রদাহে ২০ মিগ্রা দিনে ১ বার থেকে ১ মাস খেতে হবে। জোলিনজার এলিশন সিনড্রোম ৬০ মিগ্ৰা দিনে ১ বার সকালে খালি পেটে কয়েকমাস খেতে হবে।
পার্শ্ব প্রতিক্রিয়া
গা বমি বা বমি মাথার যন্ত্রণা উদয়রাম কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা চর্মে উদ্ভেদ মুখের শুস্কতা ভাব ঝিমানিভাব পেটে ব্যাথা ও প্রভৃতি হতে পারে।
আন্তঃবিক্রিয়া
সাবধানতা
ওষুধের ব্র্যান্ডনেম
Omez,Omepraz,Ome,Omebloc,Omezol,Omepren, ইত্যাদি
******এই আর্টিকাল পড়ে কোন রকমের সিদ্ধান্ত নেয়ার আগে যোগ্য ডাক্তারবাবুর সাথে অবশ্যই পরামর্শ নেয়া উচিত।
