Otorrhoea Health And Medicine Trips Bangla (কানে পূঁজ রোগের বিবরণ রোগের কারণ আক্রান্ত তন্ত্র রোগের লক্ষণ চিকিৎসা
রোগের বিবরণ
মধ্যকর্ণ ও অন্তঃকর্ণে জীবাণু দূষণ হয়ে কান দিয়ে শ্লেষ্মাবৎ স্রাব নির্গত হওয়াকে পূঁজ বা Otorrhoea বলা হয়।
আক্রান্ত তন্ত্র
শ্রবণ যন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয়।
আক্রমণের বয়স যেকোনো বয়সেই এই রোগ হতে পারে।
আক্রান্ত লিঙ্গ মহিলাদের তুলনায় পুরুষদের এই রোগ একটু বেশি আক্রান্ত হতে দেখা যায়।
রোগের কারণ
কানের বাইরের রোগের সুচিকিৎসা না হলে বীজাণু বা ছত্রাক অন্তঃকর্ণকে আক্রমণ করে এই রোগ ঘটায়। কানে জল ঢোকা মারাত্মক সর্দিতে ভোগা। ইউস্টেকিয়ান নালীর
গোলযোগ প্রভৃতি এই রোগ সৃষ্টির সহায়ক।
রোগের লক্ষণ
১ সর্বদা কান থেকে দুর্গন্ধযুক্ত পাতলা গাঢ় পুঁজ নির্গত হতে থাকে।
২ কানে প্রচণ্ড ব্যাথা থাকে। মাথা যন্ত্রণা হয়।
৩ কানে কম শোনা বা একেবারে না শোনার পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়।
৪ জ্বর হতে পারে। নাক দিয়ে সর্দি ঝরতে পারে।
৫ ওজন হ্রাস পাওয়া বা স্বস্থ্য ভেঙে যাওয়ার লক্ষণ প্রকাশ পায়।
৬ মাথা ঘোরা এবং আক্রান্ত অংশের দিকে মাথা ভারী হওয়ার লক্ষ্য করা যায়।
চিকিৎসা
1 যে কোনো একটি জীবাণু নাশক ঔষধ মুখে খেতে দিতে হবে।
Tab Augmentin 625 mg (ট্যাবলেট অগমেনটিন ৬২৫ মিগ্ৰা)
১ টি করে দিনে ২-৩ বার খাবার পর দিতে হবে ৫-৭ দিন।
অথবা Tab Clavam 625 mg (ট্যাবলেট ক্লাভাম ৬২৫ মিগ্ৰা)
১ টি করে দিনে ২-৩ বার খাবার পর খেতে হবে ৫-৭ দিন
2 যেকোনো একটি বাহ্যিক প্রয়োগের ড্রপ ঔষধ ব্যবহার করতে হবে।
Drops Neosporin H- Ear (নিওসপোরিন এইচ সি ইয়ার ড্রপস্)
২-৩ ফোঁটা করে দিনে ৩-৪ বার করে আক্রান্ত কানে লাগাতে হবে।
অথবা Otek-AC Ear Drops (ওটেক এসি ইয়ার ড্রপস্)
২-৩ ফোঁটা করে দিনে ৩-৪ বার করে আক্রান্ত কানে লাগাতে হবে।
3 যে কোনো একটি অ্যানালজেসিক ডেকনজেসট্যান্ট ঔষধ দিতে হবে
Tab Actifed Plus (ট্যাবলেট অ্যাক্টিফেড প্লাস)
১ টি করে দিনে ২-৩ বার ৫-৭ দিন খাবার পর খেতে হবে।
আনুষঙ্গিক চিকিৎসা
কানের গোড়ায় গরম সেঁক দেওয়া ভালো। নদীতে পুকুরে ডুব দেওয়া একেবারেই নিষিদ্ধ। মাঝে মাঝে কান পরিষ্কার করতে হবে। জটিল পরিস্থিতিতে সৃষ্টি হলে EN T স্পেশালিস্ট এর পরামর্শ নিয়ে Mastoid Surgery করতে হবে।
এই আর্টিকাল পড়ে কোন রকমের সিদ্ধান্ত নেয়ার আগে যোগ্য ডাক্তারবাবুর সাথে অবশ্যই পরামর্শ নেয়া উচিত।
