ইহা ম্যাক্রোলাইড গ্ৰুপের একটি রসায়ন। ইহার বীজাণু নাশক ক্ষমতা অধিক এবং ইহা দারুণভাবে কলা কোষের বিস্তার লাভ করে। ইহা পুষ্টিকতন্ত্র থেকে সম্পূর্ণরূপে শোষিত হয় এবং ২থেকে ২ ½ ঘন্টার মধ্যে রক্তরসে সর্বোচ্চ মাত্রায় উপস্থিত হয়। ইহা ফুসফুসের টনসিল পাকস্থলীর গাত্র পেশি অস্থি মূত্র যন্ত্র স্ত্রীজননতন্ত প্রভৃতি অংশে ব্যাপকভাবে বিস্তার লাভ করে। এই ঔষধ ক্রিয়া ঔষধে গ্রহণের পর ৪ দিন পর্যন্ত থাকে। এই রাসায়নের প্রায় অধিকাংশই অপরিবর্তিত অবস্থায় মলের সাথে নির্গত হয়ে যায়। সামান্য অংশের মূত্রের মাধ্যমে নির্গত হয়। ইহা গ্ৰাম পজিটিভ এবং গ্ৰাম নেগেটিভ উভয় প্রকার ব্যাকটেরিয়া উপর অধিক সক্রিয় হয়।
ব্যবহার
নিউমোনিয়া ব্রঙ্কাইটিস ব্রঙ্কায়েকট্যাসিহ ফুসফুসের ক্ষত টনসিলাইটিস সাইনুসাইটিস ফ্যারিংজাইটিস ল্যারিংজাইটিসসহ সকল প্রকার উপর এবং নিম্ন শ্বাসযন্ত্রের পীড়া এবং গলার পীড়া নাক ও কানের সকল প্রকার সংক্রমণজনিত পীড়া চর্মের বীজাণু সংক্রমণ ঘঠিত পীড়া মূত্রের ও জননতন্ত্রের পীড়া সমূহ প্রভৃতির ব্যবহার করা হয়।
পার্শ্ব প্রতিক্রিয়া
বমিভাব বা বমি পেটে ব্যাথা ও যন্ত্রণা। উদরাময় পেট ফাঁপা অজীর্ণ রোগ মাথা ধরা মাথা ঘোরা প্রভৃতি হতে দেখা যায়। এছাড়া বুকে ব্যাথা বুক ধড়ফড়ানি অস্বাভাবিক ঝিমুনি ক্লান্তি প্রভৃতি হতে দেখা যায়।
আন্তঃবিক্রিয়া
ডাইগক্সিন ও সাইক্লোস্পোরিনের সঙ্গে আন্তঃবিক্রিয়া হতে দেখা যায়। অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড মিশ্রিত অ্যান্টাসিড এবং খাদ্যবস্তুর শোষণে ব্যঘাত ঘটায়।
কার্বামাজেপিন এর সঙ্গে আন্তঃবিক্রিয়া ফলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায়।
সাধারণত
যে কোন ম্যাক্রলয়েডসে এলার্জি থাকলে ব্যবহার করা চলবে না। ক্ষতিকর বৃহদন্ত্র প্রদাহ যকৃতের রোগ মূত্রাব রোধ প্রভৃতিতে ব্যবহার করা চলবে না। গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মাতাদের এই ঔষধ ব্যবহার করা নিষিদ্ধ।
ঔষধের ব্র্যান্ডনেম
Azithral Zithromax ইত্যাদি
এই আর্টিকাল পড়ে কোন রকমের সিদ্ধান্ত নেয়ার আগে যোগ্য ডাক্তারবাবুর সাথে অবশ্যই পরামর্শ নেয়া উচিত।
