ইহা সেফালোস্পোরিন এর সংযোগসাধনে প্রস্তুত হয় ইহা সাদা রংয়ের তিক্ত আস্বাদ বিশিষ্ট স্ফটিকার বস্তু ইহা জলে আংশিক ভাবে দ্রবণীয় গ্ৰাম পজিটিভ বীজাণু এবং ঈ কোলি প্রোটিয়াস মিরাবিলিস ক্লেবসিয়েল্লা স্পেসিজ প্রভৃতি গ্ৰাম নেগেটিভ বীজাণুদের উপর সক্রিয়। ইহা পেনিসিলিয়াম ঔষধ যে সমস্ত বিজনু ধ্বংস হয়নি তাও ধ্বংস হবে। সেফালোক্সিন এন্টারোব্যাকটার স্পেসিজ অ্যাসিনোব্যাকটার স্পেসিজ সিওডোমোনাস স্পেসিজ প্রোটিয়াস ভালগারিস স্ট্রেপটোকক্কাস ফেক্যালিস ইত্যাদি বীজানুদের উপর মোটেই সক্রিয় নয়।
খাদ্য গ্ৰহন এই শোষণে কোন ব্যাঘাত ঘটায় না। খালি পেটে খেলে ১ ঘন্টা এবং খাবার খাওয়ার পর খেলে ২ ঘণ্টার মধ্যে রক্ত রসের সর্বোচ্চ মাত্রা উপস্থিত হয় গ্রহনের ৮ ঘন্টার মধ্যে ইহা প্রায় ৯০% অপরিবর্তিত অবস্থার প্রস্রাবের মাধ্যমে নির্গত হয়। ইহা শরীরের প্রায় অধিকাংশ অংশে বিস্তার লাভ করে। লিভার এবং কিডনিতে সর্বোচ্চ পরিমাণ বিস্তৃত হয় তাছাড়া আকোয়াস হিউমার প্রভৃতি তরলে ও বিস্তার লাভ করে। তবে ইহা মস্তিষ্ক সুষুস্না রসে খুব কম মাত্রায় বিস্তার লাভ করে।
ব্যবহার
ব্রঙ্কাইটিস ব্রঙ্কোনিউমোনিয়া সহ সকল প্রকার শ্বাসযন্ত্রের পীড়া নাক কান ও গলার সংক্রামণ নতুন ও পুরোনো মূত্রযন্ত্রের পীড়া অস্থি সন্ধির ও সংক্রমণ চর্মের বীজাণু ঘটিত রোগ সমূহ শিশুদের হাম অথবা পক্সের pox পরের বীজাণু সংক্রমণ ঘটিত উপসর্গ প্রভৃতিতে ভালো ফল দেয়।
মাত্রা
বয়স্কদের সাধারণত সংক্রমনের ২৫০ মিগ্ৰা দিনের ৪ বার দিতে হয়। মাঝারি কেশে ৫০০ মিগ্রা ৩ থেকে ৪ বার দেওয়া হয়। মারাত্মক সংক্রমণে ১ গ্রাম দিনে ৪ বার দেওয়া যায়। এই ঔষধ কমপক্ষে ৭ থেকে ৫ দিন দিতে হয়।
শিশুদের ৬ মাসের নিচে ১২৫ মিগ্ৰা দিনে ২ বার। ৬ মাস থেকে ১ বছরের শিশুদের ১২৫ মিগ্ৰা দিনে ৩ থেকে ৪ বার। ১ থেকে ৫ বছরের শিশুদের ২৫০ মিগ্রা দিনে ৩ বার।৫ বছর থেকে ১২ বছর পর্যন্ত শিশুদের ২৫০থেকে৫০০ মিগ্ৰা দিনে ৪ বার দেওয়া যায়। সাধারণ কেশে এই মাত্র অদ্ধেরক হবে। সদ্যো জাত শিশুদের ড্রপ ঔষধ যাতে ১০০ মিগ্ৰা/ মিলি থাকে তা ৫ থেকে ১০ ফোঁটা করে দিনে ২থেকে ৩ বার দিতে হয়।
পার্শ্ব প্রতিক্রিয়া
এই ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া খুব কম হতে দেখা যায়। তবে বমি ভাব বমি উদরাময় প্রভৃতি হতে পারে। এছাড়া প্রুরিটাস চর্মে উদ্ভেদ আমবাত প্রভৃতি হতে পারে। মাথা ধরা মাথা ঘোরা ঝিমুনি ভাব ইউনিক ইউসিনোফিলিয়া প্রভৃতি হতে পারে।
আন্তঃবিক্রিয়া
ফ্রুসেমাইড এথাক্রাইনিক অ্যাসিড জেন্টামাইসিন অ্যামিকাসিন প্রভৃতির সঙ্গে আন্তঃবিক্রিয়া ঘটায় কর্ম ক্ষমতা লোপ পায় বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায়।
সাবধানতা
যাদের পেনিসিলিয়াম ঔষধে অ্যালার্জি আছে তাদের সেফালেক্সিন খুব সাবধানতা সরকারে ব্যবহার করতে হবে গর্ভাবস্থায় প্রথম দিকে এই ঔষধ ব্যবহার নিষিদ্ধ ।
ঔষধের ব্র্যান্ডনেম
Cephaxin Cephadil Sporidex ইত্যাদি
এই আর্টিকাল পড়ে কোন রকমের সিদ্ধান্ত নেয়ার আগে যোগ্য ডাক্তারবাবুর সাথে অবশ্যই পরামর্শ নেয়া উচিত।