রোগের বিবরণ
প্লীহা বিভিন্ন কারণে ফুলে গেলে। তাকে প্লীহা বৃদ্ধি পাওয়া বলা হয়।
আক্রান্ত তন্ত্র পৌষ্টিকতন্ত্র থেকে এই রোগ দ্বারা আক্রান্ত হয়।
আক্রমণের বয়স যেকোনো বয়স এই হতেই পারে।
আক্রান্ত লিঙ্গ স্ত্রী এবং পুরুষ উভয়ের হতে পারে তবে পুরুষেরাই বেশি হয়।
রোগের কারণ
ম্যালেরিয়া কালা জ্বর লিউকেমিয়া প্রভৃতিতে ভুগলে এই রোগ বেশি হয়।
রোগের লক্ষণ
১ বাম দিকের পেট ফুলে যায়।
২ হাত দিয়ে চাপলে প্লীহা হাতে ঠেকে।
৩ Splenic Anaemia থেকে হলে চোখের নিচে অংশ সাদা বা ঘোলাটে হয়।
৪ ঠোঁট সাদা হয়।
৫ রক্তাল্পতার লক্ষণ ফুটে ওঠে।
৬ উদরী হতে পারে।
৭ হাত পা ফোলা রোগ হতে পারে।
৮ বমি ভাব বা বমি হতে পারে।
৯ জ্বর হয়।
১০ প্লীহা বেড়ে গেলে রোগী ভাবে পেটের ভিতরে কোন জিনিস ঝোলানো আছে।
১১ ক্ষুধামন্দা খাদ্য অরুচি কোষ্ঠকাঠিন্য বা রক্তামশায় হতে পারে।
১২ রোগী ক্রমশ শীর্ণকায় ও দুর্বল হয়ে পড়ে।
আনুষঙ্গিক চিকিৎসা
পুরোনো সরু চালের ভাত। কাঁচা পেঁপের ঝোল ডুমুরের ঝোল চারাপোনার ঝোল প্রভৃতি খেতে দেয়া যায়। রোগ খুব বাড়াবাড়ি হয়ে গেলে দুধ সাগু বা বালিক হরলিকস বা প্রোটিনেস ফলের রস প্রভৃতি খেতে দেওয়া ভালো। একটু সুস্থ হলে কাঁচা পেঁপে আঠা সমেত প্রচুর পরিমাণে খাওয়া ভালো। তেল ঘি ঝাল মশলা মাদকদ্রব্য প্রভৃতি সম্পন্নরূপে নিষিদ্ধ। ব্যাথা যন্ত্রণা কমাতে প্লীহার স্থলে গরম সেঁক দেওয়া ভালো।
এই আর্টিকেলটি পড়ি কোন রকমের সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।
