ব্যবহার
দেহের ত্বকের চর্মের হেজে যাওয়া মুখ গহ্বরের হাজা যোনির হাজা খাদ্যনালীর হাজা অন্যান্য ছত্রাক ঘটিত রোগে ব্যবহার করা যায়।
মাত্রা
মুখগহ্বরের ও খাদ্য নালীর হাজায় ২০০ মিগ্ৰা প্রথম দিন ১ বার পরে প্রত্যহ ১০০ মিগ্ৰা করে ২ সপ্তাহ। যোনির হাজায়
১৫০ মিগ্ৰা ১ বার করে মাত্র দিতে হয়।চর্মের হাজা ৪০০ মিগ্ৰা প্রথম দিন পরে প্রত্যহ ২০০ মিগ্ৰা ১ বার করে ৪ সপ্তাহ দিতে হয়।
পার্শ্ব প্রতিক্রিয়া
বমি বা বমি ভাব মাথা যন্ত্রণা চর্মে উদ্ভেদ নির্গম পেটে ব্যাথা উদরাময় যকৃতের রোগ হওয়ার রক্তের থ্রম্বোসাইট কমে যাওয়ার প্রভৃতি হতে পারে।
আন্তঃবিক্রিয়া
ফিনাইটোইন ওয়ারফারিন সাইক্লোস্পোরিন রিফামপিসিন
প্রভৃতির সঙ্গে আন্তঃবিক্রিয়া হয় ফলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায়।
সাধারণত
যকৃতের রোগ কিডনির রোগ প্রভৃতিতে ব্যবহার না করাই ভালো। গর্ববস্থায় স্তন্যদানকালে এবং ১৩ বছরের নিচে শিশুদের ব্যবহার নিষিদ্ধ।
ঔষধের ব্র্যান্ডনেম
Fluzide Fluzon ইত্যাদি
এই আর্টিকাল পড়ে কোন রকমের সিদ্ধান্ত নেয়ার আগে যোগ্য ডাক্তারবাবুর সাথে অবশ্যই পরামর্শ নেয়া উচিত।
