ইহা গ্ৰাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ বীজাণুদের উপর সক্রিয়। তবে ইহা গ্রাম নেগেটিভ বীজাণুদের উপর অধিক সক্রিয়। ইহা ঈসচেরেচিয়া কোলি ক্লেবসিয়েল্লা।এন্টারোব্যাকটার প্রোটিয়াস সেবাসিয়া প্রভৃতি বীজাণুদের খুব দ্রুত ধ্বংস করতে সক্ষম। এই ঔষধ ইঞ্জেকশন এর মাধ্যমে শরীরে প্রবেশ করানো হয় তাছাড়া চোখের ও কানের ড্রপ ঔষধ যা বাহ্যিক ব্যবহার করা যায় এবং মলম যা চর্মে বাহ্যিক প্রয়োগ করা যায়। এই ঔষধের বেশির ভাগ মূত্রের মাধ্যমে নির্গত হয়।
ব্যবহার
মূত্র যন্ত্রের সকল প্রকার পীড়া ও পোড়া ঘা ব্রঙ্কাইটিস নিউমোনিয়া সহ সকল প্রকার শ্বাসযন্ত্রের পীড়া চর্মের বীজাণু ঘটিত সংক্রমণ অস্থি ও সন্ধির সংক্রমণ উদরাময় কলেরা সহ সকল প্রকার আন্ত্রিক রোগ সেপটিসিমিয়া অর্থাৎ রক্তদুষ্টি মেনিনজাইটিস কর্ণ প্রদাহ কানে পূঁজ ও চোখের প্রদাহ বা অঞ্জলী কর্ণিয়ার ক্ষত প্রকৃতিতে ব্যবহার করা হয়। এই ঔষধ শিশুদের জন্মের পর থেকেই ব্যবহার করা চলে। সকল প্রকার শিশুরোগ এই ঔষধ ভালো ফল দেয়।
মলম ঔষধ আঘাত ও ক্ষতের এর ড্রেসিং করতে অস্ত্রোপাচার পর বাহিক প্রয়োগ করতে ফোড়া কম্বলে তো অন্যান্য ক্ষতির প্রয়োজন করতে ব্যবহার করে চলে।
পার্শ্ব প্রতিক্রিয়া
মাথা ধরা চর্মে উদ্ভিদ ও সন্ধির প্রদাহ প্রভৃতি হতে পারে। মূত্রের কাস্ট সেল ও প্রোটিন প্রভৃতি নির্গত হয়।এছাড়া ঝিমুনি ভাব মাথা ঘোরা কান ভো ভো করা প্রভৃতি দেখা যেতে পারে। অবসাদ অনিদ্রা ক্ষুধামন্দা বমিভাব চুল ওঠা প্রভৃতি কখনো কখনো হতে দেখা যায়।
আন্তঃবিক্রিয়া
ফ্রুসেমাইড লিগলোকেন এথাক্রাইনিক অ্যাসিড সেফালো স্পোরিন হাইড্রোকর্টিসোন ইন্ডোমেথাসিন এরিথ্রোমাইসিন সোডিয়াম বাই কার্বোনেট প্রভৃতির সঙ্গে আন্তঃবিক্রিয়া ঘটে ফলে বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায়।
সাবধানতা
গর্ভাবস্থায় ব্যবহার না করাই ভালো জরুরী প্রয়োজনে সাবধানতা অবলম্বন করে ব্যবহার করা চলবে। শিশুদের প্রস্রাবের পীড়ায় বিশেষতঃ মূত্রাবরোধে খুব সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে।পারকিন সোনিজম রোগীদের এই ঔষধ ব্যবহার করা চলবে না।স্নায়ুতন্ত্রের রোগ থাকলে সাবধানতা অবলম্বন করে ব্যবহার করতে হবে।
ঔষধের ব্র্যান্ডনেম
Genticyn gentamicin ইত্যাদি ইঞ্জেকশন আকারে পাওয়া যায়
Garasol Gerfree ইত্যাদি প্রভৃতি Eye And Ear Drops পাওয়া যায়।

