ইহা একটি পৌষ্টিক তন্ত্রের ক্ষত নিরাময়কারী। ইহা পাকস্থলীর গ্যাস্ট্রিক অ্যাসিড ও অন্যান্য রসের ক্ষরণে বাধা দেয় এবং তাদের ক্ষরণ স্বাভাবিক করে। এই ঔষধ দ্ধারা পৌষ্টিক তন্ত্রের ক্ষতের নিরাময় ৭৫ থেকে ১০০ শতাংশ সম্ভব। এই ঔষধ ওমেপ্রাজোলের চেয়ে আরও কম সময়ে ক্ষত নিরাময় করে। ওমেপ্রাজোল গ্যাস্ট্রিক পেন ১১ দিনের মুক্ত করে সেখানে ল্যানসোপ্রাজোল ৬ দিনের রোগীকে বেদনা মুক্ত করে। যে সকল রোগীর পাকস্থলী ক্ষত বা ডিওডেনামের ক্ষতে অন্নানালীর প্রদাহ এবং জোলিনজার এলিশন সিনড্রোম র্যা্যানিটিডিন বা ফ্যামোটিডিনে নিরাময় হয়নি বা পুনরাক্রমণে ঘটছে তাঁদের ল্যানসোপ্রাজোন খুব ভালো কাজ দেয়। এই ঔষধ পাকস্থলী থেকে দ্রুত এবং প্রায় সম্পূর্ণরূপে শোষিত হয়। গ্ৰহনের ১½থেকে ২ ঘন্টার মধ্যে ইহা রক্তরসের সর্বোচ্চ মাত্রা উপস্থিত হয়।পাচিত অংশে মূত্রপথের এবং মলের সাথে নির্গত হয়।
ব্যবহার
ডিওডেনামের ক্ষতে পাকস্থলীর ক্ষতে অন্নবহানালীর ক্ষত জোলিনজার এলিশন সিনড্রোম পুরোনো ক্ষতরোগ অন্যান্য অ্যান্টিআলসার দ্ধারা চিকিৎসিত ও পুনরাক্রান্ত ক্ষত ইত্যাদিতে ব্যবহার করা হয়।
মাত্রা
ডিওডেনামের ক্ষতে ৩০ মিগ্ৰা দিনে ১ বার সকালে খালি পেটে ১ মাস দিতে হবে। পাকস্থলী ক্ষতে ৩০ মিগ্ৰা দিনে ১ বার সকালে খালি পেটে ২ মাস খেতে হবে। অন্নানালির প্রদাহ ৩০ মিগ্রা দিনে ১ বার খালি পেটে ২ থেকে ৩ মাস। অন্যান্য ঔষধের দ্বারা চিকিৎসিত এবং পুনরাক্রান্ত ক্ষতে ৩০ মিগ্রা ২ টি ক্যাপসুল একত্রে সকালে খালি পেটে ২ থেকে ৩ মাস খেতে হবে। জোলিনজার এলিশন সিনড্রোম ২থেকে৩ টি ক্যাপসুল একত্রে দিনে ২ বার অর্থাৎ ৪ থেকে ৬ টি ক্যাপসুল ১২০ থেকে ১৮০ মিগ্ৰা দেওয়া যাবে।
পার্শ্ব প্রতিক্রিয়া
উদরাময় বমি ভাব পেটে ব্যথা কোষ্ঠ বদ্ধতা মাথা ধরা ঝিমুনি ভাব ক্লান্তি ঘুম ভাব নাক থেকে তরল সর্দির স্রাব কাশি গলায় ব্যাথা চর্মে উদ্ভিদের দুশ্চিন্তা পেশীর ব্যাথা পুরুষদের রতিশাক্তির হ্রাসপ্রাপ্তি প্রভৃতি হতে পারে।
আন্তঃবিক্রিয়া
প্রোপ্রানোলল ওয়ারফ্যারিন প্রেডনিসলোন ফিনাইটোইন থিওফাইলিন এথিনিল এস্ট্রাডিওল লেভোনরজেন্ট্রল প্রভৃতির সঙ্গে আন্তরিকরা ফলে কার্যক্ষমতা হ্রাস প্রাপ্তি ঘটে এবং বিভিন্ন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায়।
সাধারণত
গর্ভাবস্থায় এই ঔষধ ব্যবহার নিষিদ্ধ।স্তন্যদানকারী মাতা এবং সকল বয়সের শিশুদের এই ঔষধ ব্যবহার নিষিদ্ধ। পাকস্থলীর বা অন্ত্রের যে কোন অংশের ক্যানসার রোগ থাকলে এই ঔষধ ব্যবহার করা চলবে না।
ঔষধের ব্র্যান্ডনেম
Lan এবং Lanzol ইত্যাদি
এই আর্টিকাল পড়ে কোন রকমের সিদ্ধান্ত নেয়ার আগে যোগ্য ডাক্তারবাবুর সাথে অবশ্যই পরামর্শ নেয়া উচিত।
