ইহা সাদা রঙের ঘনা কাকর বস্তু যা জলের খুব সামান্য পরিমাণে দ্রবী ভুত হয় এবং অ্যসিডেও কিছুটা দ্রবীভূত হয়। ইহা ক্ষারকীয় দ্রবণের অ্যালকোহলের আংশিক দ্রবণীয়।পাইরক্সিক্যাম একটি স্টেরয়েড বিহীন প্রদাহ নাশক ঔষধ। এই ঔষধ পৌষ্টিক নালী থেকে দ্রুত এবং সম্পূর্ণরূপে শোষিত হয়। ইহা গ্ৰহণের ২ ঘন্টার মধ্যে রক্তরসের সর্বোচ্চ মাত্রায় উপস্থিত হয়। ইহা সাইনোভিয়্যাল ফ্লুইডে ব্যপকভাবে বিস্তার লাভ করে। এই ঔষধের ৬০শতাংশ পরিবর্তিত অবস্থায় মূত্র পথে ও মলের সাথে নির্গত হয়। ২ থেকে ৫% অপরিবর্তিত অবস্থায় মূত্র পথে নির্গত হয়। ইহা মৃদু জ্বর নাশক ক্ষমতা বিদ্যমান।
ব্যবহার
আঘাত হেতু সন্ধি মচকানো বা প্রদাহিত হওয়ার প্রদাহজনিত সন্ধিবাত পুরানো সন্ধিবাত মেরুদণ্ডের বাত ঘাড় শক্ত ভাব গেঁটে বাত দাঁতের যন্ত্রণা বাধক যন্ত্রণা প্রভৃতিতে ব্যবহার করা হয়। অস্ত্রোপচারজনিত প্রদাহিও ব্যবহার করা যায়।
পার্শ্ব প্রতিক্রিয়া
পেটের গন্ডগোল বমিভাব বা বমি পেটের ব্যাথা যন্ত্রণা উদয়রাম বা কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা প্রভৃতি হতে দেখা যায়। মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া কিছু হয় না। পাকস্থলীতে ক্ষত থাকলে তা থেকে রক্তক্ষরণ হতে পারে যার লক্ষণ স্বরূপ রক্ত বমি বা কালো আলকাতরার ন্যায় পায়খানা হতে দেখা যায়।
সাবধানতা
গর্ভবতী মহিলা স্তন্যদানকারী মাতা এবং ১২ বছরের নিচে শিশুদের ব্যবহার নিষিদ্ধ। মাত্রা বেশি হলে স্নায়ু ঘটিত পীড়ার লক্ষণসমূহ প্রকাশ পায়। পাকস্থলী ও ডিওডে নামের ক্ষত থাকলে যে সকল রোগীকে পাইরক্সিক্যাম দেওয়া চলবে না। ফুসফুসের প্রদাহ নাকের পলিপ প্রভৃতির রোগ থাকলে এই ঔষধ ব্যবহার না করাই ভালো। বয়স্কদের হৃদপিণ্ড রোগ এবং প্রস্রাবের পীড়া থাকলে এই ঔষধ বিশেষ সাবধানতা সহ ব্যবহার করতে হবে। যকৃতের পীড়ায় ব্যবহার নিষিদ্ধ।
ঔষধের ব্র্যান্ডনেম
Tablets Pirox Tablets Roxitis ইত্যাদি
এই আর্টিকেলটি পড়ে কোন রকমের সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তার বাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।
