How to use Roxithromycin Tablets in Bangali রক্সিথ্রোমাইসিন ট্যাবলেট ব্যবহার পার্শ্বপ্রতিক্রিয়া সাবধানতা ঔষধের ব্র্যান্ডনেম
ইহা একটি বহুব্যাপক বীজাণু নাশক ঔষধ। ইহা সকল প্রকার গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দের উপর সক্রিয়। ইহা পৌষ্টিক তন্ত্র হইতে প্রায় সম্পূর্ণ রূপে শোষিত হয়। ইহা ১ ঘন্টার মধ্যে রক্তরসের সর্বোচ্চ মাত্রা পরিলক্ষিত হয়। এই রাসায়নিকের শ্বাসতন্ত্রের সকল অংশের চর্মে ব্যাপকভাবে বিস্তার লাভ করে। এছাড়া অন্যান্য কলা কোষের বিস্তার লাভ করে বিভিন্ন বীজাণু মনে সমর্থ হয়। ইহার অধিকাংশ টাই পরিবর্তিত এবং অপরিবর্তিত অবস্থায় মল এবং মূত্রের মাধ্যমে দেহের বাহিরে নির্গত হয়।
ব্যবহার
নিউমোনিয়া অ্যাকিউট ও ক্রনিক ব্রঙ্কাইটিস ফুসফুসের ক্ষতসহ সকল প্রকার শ্বাসযন্ত্রের পীড়া মূত্রযন্ত্রের পীড়া রতিজ ব্যধিসমূহ নাক কান ও গলার সকল প্রকার রোগ চর্মের জীবাণু সংক্রমণ জনিত পীড়া প্রভৃতির ব্যবহার করা হয়।মেনিনগোকক্কাস ঘটিত মেনিনজাইটিসেও এই ঔষধ ব্যবহার করা হয়।
পার্শ্ব প্রতিক্রিয়া
বমিভাব বমি পেটে ব্যাথা উদরাময় চর্মে উদ্ভেদ প্রভৃতি হতে দেখা যায়। এছাড়া দুর্বলতা গা হাত পা ম্যাজ ম্যাজ করা ক্ষুধামন্দা পেটফাঁপা কোষ্ঠকাঠিন্য মুখে ঘা মাথাধরা কান ভো ভো করা মাথা ঘোরা প্রভৃতির হতে পারে।
লিভারের গন্ডগোল হতে পারে।
আন্তঃবিক্রিয়া
ডাইডাক্সিন টারফেনাডিন এরাটামিন ডাইসোপাইরামাইড প্রভৃতির সঙ্গে আন্তঃবিক্রিয়া ফলে বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায়।
সাবধানতা
গর্ভবতী মহিলা স্তন্যদানকারী মাতা এবং সদ্যেজাত শিশুদের ব্যবহার করা নিষিদ্ধ। খাদ্য গ্ৰহণের ১৫ থেকে ৩০ মিনিট পূর্বে ঔষধ সেবন করা ভালো নতুবা ব্যাঘাত ঘটে। যকৃতের রোগের এই ঔষধ ব্যবহার নিষিদ্ধ।
ঔষধের ব্র্যান্ডনেম
Roximol Roxyrol Roxithromycin ইত্যাদি
এই আর্টিকাল পড়ে কোন রকমের সিদ্ধান্ত নেয়ার আগে যোগ্য ডাক্তারবাবুর সাথে অবশ্যই পরামর্শ নেয়া উচিত।
