ইহা একটি দ্রুত ক্রিয়াশীল হাইড্রোজেন গ্ৰাহী গ্ৰুপের রয়াসন যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর কোন প্রভাব ফেলে না। এই ঔষধের কোন আচ্ছন্নভাব থাকে না। সেই সকল পরিস্থিতিতে টাযফেনাডিন ব্যবহার করা যাবে। অন্যান্য ঔষধের সাথে আন্তঃবিক্রিয়ার কম হয় বলে এই ঔষধ সকল রোগীদের ব্যবহার করা সহজ। এই ঔষধ পৌষ্টিক তন্ত্র থেকে দ্রুত এবং সম্পূর্ণরূপে শোষিত হয়। এবং তার লিভার অর্থাৎ যকৃত পাচিত হয়। ইহা গ্ৰহণের ১ থেকে ১½ ঘণ্টার মধ্যে কলা কোষের ব্যাপকভাবে বিস্তার লাভ করে। এই ঔষধ ১২ ঘণ্টার যাবৎ কর্মক্ষম থাকে। এই ঔষধের পাচিত অংশের ৬০ শতাংশের উপর মল মাধ্যমে এবং ৩৮ শতাংশের উপর মূত্রের মাধ্যমে নির্গত হয়।
ব্যবহার
অ্যালার্জি ঘটিত নাসিকা স্রাব নাসিকা প্রদাহ হাঁচি চক্ষুর লালাভ ভাব জ্বালা অশ্রুস্রাব অ্যালার্জি ঘটিত চর্মরোগ যথা আমবাত একজিমা সংস্পর্শ জনিত চর্মরোগ প্রুরিটাস প্রভৃতি অ্যালার্জি ঘটিত শ্বাসযন্ত্রের পীড়া কীট পতঙ্গের কামড় খাদ্যবস্তু ঔষধ বা প্রসাধনদ্রব্য থেকে সৃষ্টি চর্মের প্রতিক্রিয়া প্রভৃতিতে ব্যবহার করা হয়।
পার্শ্ব প্রতিক্রিয়া
এই ঔষধে খুব কমই পার্শ্ব প্রতিক্রিয়া হয়। অল্প সংখ্যক রোগীর মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া ঘটে তবে তার জন্য ঔষধ বন্ধ করে দেয়া কোন প্রয়োজন নেই। নিদ্রা ভাব ও ঝিমুনি ভাব মনোযোগের অভাব বমি ভাব বা বমি পেটে অস্বস্তি ভাব মলত্যাগের স্বাভাবিক অভ্যাসের গোলযোগ যকৃতের গোলমাল চুল উঠে যাওয়া চর্মে উদ্ভিদ প্রভৃতি হতে পারে। মুখের শুষ্কতা থাকতে পারে।
আন্তঃবিক্রিয়া
কেটোকোনাজোল এরিথ্রোমাইসিন রক্সিথ্রোমাইসিন অ্যাজিথ্রোমাইসিন লিনকোমাইসিন প্রভৃতির সঙ্গে আন্তঃবিক্রিয়া হয়। ফলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায়।
সাবধানতা
গর্ভবতী মহিলাদের প্রয়োজন বোধে ব্যবহার করা যাবে। ৩ বছরের নিচের শিশুদের ব্যবহার করা চলবে না। স্তন্যদান কারী মাতাদের এই ঔষধ ব্যবহার করা নিষিদ্ধ। যকৃতের রোগের হৃদপিণ্ডর রোগে এবং কিডনির রোগে এই ঔষধ ব্যবহার করা নিষিদ্ধ।
ঔষধের ব্র্যান্ডনেম
Terfed বা terfenadine Tablets ইত্যাদি
