ইহা একটি দীর্ঘস্থায়ী অ্যান্টি হিস্টামিন ঔষধ। ইহা একটি H¹ হিস্টামিন গ্ৰাহক রসায়ন।এই ঔষধ গ্ৰহণে কোন আচ্ছন্নভাব আসে না। ইহা রক্তবাহ হতে সুষুম্না রজ্জুর অংশে বা মস্তিষ্ক কোষের প্রবেশ করতে পারে না বললেই চলে। ফলে স্নায়ু ঘঠিত পার্শ্ব প্রতিক্রিয়া মোটেই দেখা যায় না। খালি পেটে গ্রহণ করলে এই ঔষধ পৌষ্টিকতন্ত্র থেকে প্রায় সম্পূর্ণ রূপে শোষিত হয়। গ্ৰহনে ১ থেকে ৪ ঘন্টার মধ্যে ইহা রক্তরসে সর্বোচ্চ মাত্রায় উপস্থিত হয়। ইহা ফুসফুসে যকৃত মস্তিষ্ক কিডনি প্লীহা এবং পেশীকলার দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া চামড়ার নিচে চর্মে পেশি থাইমাস গ্ৰন্থি হৃৎপিণ্ড প্রভৃতি অংশে ও পৌঁছায়। এই ঔষধের পাচিত অংশ মলের সাথে প্রায় ৯০% নির্গত হয় বাকি অংশ মূত্রের পথে নির্গত হয়।
আমবাত প্রুরিটাস সহ বিভিন্ন প্রকার অ্যালার্জি ঘটিত চর্মরোগ ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া জনিত চর্মের উদ্ভেদ তরুণনাসিকা স্রাব অ্যালার্জিক কনজাংটিভাইটিস ক্রনিক চর্মরোগ প্রভৃতিতে ব্যবহার করা হয়।
বয়স্কদের ১০ মিগ্রা ট্যাবলেট প্রত্যেক রাত্রে খাবার আগে খালি পেটে ৭ দিন খেতে হয়। প্রয়োজনে আরও কিছুদিন চালানো যায়।
শিশুদের ২ থেকে ৬ বছর পর্যন্ত ২০ ফোঁটা থেকে ½ চামচ দৈনিক ১ বার থেকে ৭ দিন।
মুখের শুষ্কতা ভাব ওজন বৃদ্ধি উদরাময় পেটে ব্যাথা পেট ফাঁপা বমি ভাব ক্ষুধা বৃদ্ধি আলস্য ভাব হালকা ঘুম ভাব চর্মে উদ্ভেদ প্রভৃতি হতে পারে।
এরিথ্রোমাইসিন কেটোকোনাজোল ইট্রাকোনাজোল অ্যালকোহল ট্রামোডেন নরট্রিপটিলিন ইমপিরামাইন প্রভৃতির সঙ্গে আন্তঃবিক্রিয়া হয় ফলে বিভিন্ন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায়।
গর্ভবতী মহিলা স্তন্যদানকারী মাতা এবং ২ বছরের নিচের শিশুদের ব্যবহার নিষিদ্ধ। যকৃতের রোগ মূত্রস্বল্পতা প্রভৃতিতে ব্যবহার করা চলবে না।
এই আর্টিকেলটি পড়ে কোন রকমে সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।
