সংক্ষিপ্ত
ইহা প্রেডনিসলোন থেকে উদ্ভুত ঔষধ। ইহা প্রেডনিসলোনের চেয়ে ১০ গুন অধিক ক্ষমতা সম্পন্ন। ইহা প্রদাহ নিবারণী ক্ষমতা বিদ্যমান। ইহা পৌষ্টির তন্ত্র থেকে দ্রুত এবং প্রায় সম্পূর্ণরূপে শোষিত হয়ে যায়। গ্ৰহনে ১ থেকে ২ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ মাত্রায় উপস্থিত হয়। ইন্ট্রামাস্কুলার বা ইন্ট্রাভেনাস পথে ব্যবহার করলে আরও দ্রুত ক্রিয়াশীল হয়। ইহা কর্ম ক্ষমতা ৩ দিনের অধিক স্থায়ী হয়। ইহা যকৃতে পাচিত হয় এবং অধিকাংশ টাই মূত্রের মাধ্যমে নির্গত হয়।
ব্যবহার
সকল প্রকার বাতব্যাধি অ্যাজমা ইন্ট্রাভেনাস ফ্লুইড বা রক্তদানজনিত কারণে প্রতিক্রিয়া ঔষধ বা সিরাপ থেকে প্রতিক্রিয়া বিভিন্ন প্রকার বিষক্রিয়া একজিমা আম্বাত ড্রাগ ঈরাপশন সংস্পর্শ জনিত চর্মরোগ চক্ষুর বিভিন্ন রোগ সকল প্রকার রোগের জটিল অবস্থায় জীবন সংশয় দেখা দিলে যে সমস্ত রোগের স্টেরয়েড ব্যবহার চলে না সেখানে বেটামেথাসোন দেওয়া যায়।
পার্শ্ব প্রতিক্রিয়া
পেশির দুর্বলতা পেপটির আলসার থেকে রক্তপাত পেটের অস্বস্তি ভাব গায়ে কালশিরা পড়া মাথা ধরা গায়ের লোম গজানো স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া ব্রণ মেয়েদের ঋতু গোলযোগ বেশিদিন ব্যবহার চক্ষুতে ছানি পড়া ক্ষত নিরাময়ে ব্যাঘাত ঘটা রক্তে শর্করা বৃদ্ধি পাওয়া প্রভৃতি হতে পারে।
আন্তঃবিক্রিয়া
ফেনাইটোইন ফেনোবারবিটোন এফিড্রিন রিফামপিসিন ম্যাগনেশিয়াম ট্রাইসিলিকেট স্যালিসাইলেট প্রভৃতির সাথে আন্তঃবিক্রিয়ার ফলে কর্ম ক্ষমতা কমে যায় এবং পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায়।
সাবধানতা
মৃগীরোগে উচ্চ রক্তচাপ ঝাপসা দৃষ্টিতে ব্যবহার নিষিদ্ধ।
যকৃতের রোগ এবং অতিবৃদ্ধদের ব্যবহার নিষিদ্ধ।
ছত্রাক সংক্রমণ ডায়াবিটেস মেলিটাস ফোঁপড়া হাড় পৌষ্টিক তন্ত্রের ক্ষত হার্ট ফেলিওর প্রভৃতির ব্যবহার নিষিদ্ধ।অতিবৃদ্ধ গর্ভবতী মহিলা ও স্তন্যদানকারী মাতাকে এই ঔষধ না দেওয়াই ভাল।
এই আর্টিকেলটি পড়ে কোন রকমের সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করে।
