ইহা সেফালোস্পোরিন এর সংযোগসাধনে প্রস্তুত একটি গাছ ব্যাপক ব্যাকটেরিয়া নাশক ঔষধ। ইহা স্ট্যাফাইলোকক্কি স্ট্রেপটোকক্কি এন্টারোকক্কাস প্রভৃতি গ্ৰাম পজিটিভ ব্যকটিরিয়া এবং প্রোটিয়াস মাইরাবিলিস স্যালমোনেল্লা সিগেল্লা নেইসেরিয়া প্রভৃতি গ্ৰাম নেগেটিভ ব্যাকটিরিয়া দের উপর সক্রিয়। ইহা পৌষ্টিক তন্ত্র থেকে দ্রুত এবং ৯৫% এর উপর শোষিত হয়। গ্ৰহনের ৩০ থেকে ৬০ মিনিটের মধ্যে ইহা রক্তরসে সর্বোচ্চ মাত্রায় উপস্থিত হয়। সেফাক্লোর শ্বাসযন্ত্রের সমস্ত অংশের নাক কান ও গলার সমস্ত কলা কোষে এবং উপস্থিত জলীয় অংশে ব্যাপকভাবে বিস্তার লাভ করে। ফলে ঐ অংশে সংক্রমণ অধিক ফল দেয়। ৬০% থেকে ৮০% ঔষধ অপরিবর্তিত অবস্থায় মূত্রের সাথে নির্গত হয়।
ব্যবহার
ফ্যারিংজাইটিস টনসিলাইটিস নিউমোনিয়া ব্রঙ্কাইটিস ইনফ্লুয়েঞ্জা চর্মের বীজাণু ঘটিত পীড়া সাধারণ মূত্রপীড়া কানের সকল প্রকার সংক্রমণ ফুসফুসের অন্যান্য পীড়া সমূহ প্রভৃতির ব্যবহার করা হয়।
পার্শ্ব প্রতিক্রিয়া
বমি ভাব বা বমি পাতলা পায়খানা প্রুরিটাস আমবাত গো সিনোফিলিয়া প্রভৃতি হতে পারে।অতিসচেতনতা জনিত বিক্রিয়া অতি (সংবেদনশীলতা প্রতিক্রিয়া ) শতকরা ১টি রোগীর হতে পারে।লিউকোপেনিয়া নিউট্রোপেনিয়া প্রভৃতি হতে পারে। রক্তের এস জি ও টি এবং এস জি পি টি অ্যালকালাইন ফসকাটেজের হ্রাস বৃদ্ধি হতে পারে।মূত্রে শর্করার উপস্থিতি পরীক্ষা করলে পজিটিভ হবে কিন্তু তা থাকে না।
আন্তঃবিক্রিয়া
জেন্টমাইসিন ও অ্যামিকাসিন এর সঙ্গে একসাথে ব্যবহার করলে বিক্রির হয় ও পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায়। ফ্রুসেমাইড ও এথাক্রাইনিক অ্যাসিড সঙ্গে ব্যবহার করলে কিডনির বিষাক্ততা বৃদ্ধি পেতে পারে।
সাবধানতা
গর্ভাবস্থায় স্তন্যদান কালে ব্যবহার চলবে না। ১ মাসের নিচের শিশুদের ব্যবহার নিষিদ্ধ।পেনিসিলিয়াম এবং সেফালোস্পিরিনে অ্যালার্জি থাকলে ব্যবহার নিষিদ্ধ। খাবার খাওয়ার কমপক্ষে ১ ঘন্টা পর ঔষধ গ্ৰহণ করলে ভালো ফল পাওয়া যায়।
এই আর্টিকেলটি পড়ে কোন রকমের সিদ্ধান্তে নেয়ার আগে যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।