ইহা সেফালোস্পোরিনের সংযোসাধনে সেমিসিন্থেসিস প্রস্তুত হয়। ইহা স্ট্রেপটোকক্কাস নিউমোনিয়ী স্ট্রেপটোকক্কাস পাইয়োজিনের অরিয়াস প্রভৃতি গ্ৰাম পজিটিভ বীজাণু কোলি প্রোটিয়াস মাইরাবিলিস হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা স্পেসিজ প্রভৃতি গ্ৰাম নেগেটিভ বীজাণুদের উপর সক্রিয়। তবে ইহা এন্টারোব্যকটার স্পেসিজ প্রোটিয়াস ভালগারিস প্রোটিয়াস মরগানী প্রভৃতি বীজাণু এবং ভাইরাস পরজীবী ও ছত্রাকদের উপর মোটেই সক্রিয় নয়। ইহা পৌষ্টিকতন্ত্র থেকে দ্রুত এবং সম্পূর্ণরূপে শোষিত হয়। ইহা দ্রুত রক্তরসে সর্বোচ্চ মাত্রায় উপস্থিত হয় এবং প্রায় ১২ ঘন্টা যাবৎ বর্তমান থাকে। ইহা দেহের সকল কলাকোষের ও তরল অংশের বিস্তার লাভ করে। ইহা প্রায় ৯০% এর অধিক প্রস্রাবের মাধ্যমে অপরিবর্তিত অবস্থায় নির্গত হয়ে যায়।
ব্যবহার
ব্রঙ্কাইটিস ব্রঙ্কায়েকট্যাসিহ নিউমোনিয়া সহ সকল প্রকার শ্বাসযন্ত্রের পীড়া নতুন ও পুরোনো এবং সাধারণ ও জটিল মূত্রযন্ত্রের পীড়া ফ্যারিংজাইটিস টনসিলাইটিস মধ্যকর্ণের প্রদাহ সাইনুসাইটিস সহ সকল প্রকার নাক ও কান ও গলার রোগ বীজাণু ঘটিত চর্মরোগ অস্থি ও সন্ধির সংক্রমণ প্রভৃতিতে ব্যবহার করা হয়।
পার্শ্ব প্রতিক্রিয়া
এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া খুব কমই হতে দেখা যায়। তবে বমি ভাব বা বমি পাতলা পায়খানা প্রভৃতি হতে পারে। এছাড়া অনেক সময় চর্মের উদ্ভিদ আমবাত প্রুরিটাস প্রভৃতি হতে পারে।
আন্তঃবিক্রিয়া
ফ্রুসেমাইড জেন্টামাইসিন অ্যামিকাসিন প্রভৃতির সঙ্গে আন্তঃবিক্রিয়া হয়ে পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায়। অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড এর সঙ্গে বিক্রয়ায় রক্তের প্রোথ্রোম্বিন টাইম বৃদ্ধি পায়।
সাবধানতা
সেফালোস্পোরিন গ্ৰুপের ঔষধ অ্যালার্জি থাকলে এই ঔষধ ব্যবহার নিষিদ্ধ।
পেনিসিলিয়ামে অ্যালার্জি থাকলে এই ঔষধ খুবই সাবধানতা সহকারে ব্যবহার করতে হবে।
গর্ভবস্থায় প্রথম দিকে ব্যবহার নিষিদ্ধ। তবে শেষ দিকে অল্পমাত্রায় ব্যবহার চলবে। স্তন্যদানকারী মাতাকে এই ঔষধ কম মাত্রায় এবং সাবধানতা সহকারে ব্যবহার করতে হবে।
এই আর্টিকেলটি পড়ে কোন রকমে সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তার বাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।
