রোগের বিবরণ
অ্যমিবিক আমাশয়ের উগ্ৰতা কমে গিয়ে অনেক সময় তা দীর্ঘদিন চলতে থাকে। অন্ত্রে কিছু জীবাণু থেকে যায় ফলে মাঝে মাঝে রোগ লক্ষণ প্রকাশ পায়।একেই ক্রনিক ও অ্যামিবায়াসিস বলা হয়।
রোগের লক্ষণ
১ পেটে অল্প কুন্থন থাকে।
২ মাথাব্যথা এবং জ্বর ভাব হতে পারে।
৩ মল পাতলা অথবা শক্ত হয়।
৪ তার সাথে শ্লেষ্মাবৎ আমযুক্ত থাকে।
৫ দীর্ঘদিন এই রোগে ভুগলে যকৃতের ক্ষত।
৬ অন্ত্রের ক্ষত কোলাইটিস প্রভৃতি রোগ হতে পারে।
৭ রোগী ক্রমশ দুর্বল ও কৃশ হয়ে পড়ে।
৮ অক্ষুধা ও গা বমি হতে দেখা যায়।
৯ অম্ল অজীর্ণ হলেই রোগ বাড়ে।
আনুষঙ্গিক চিকিৎসা
এই ধরনের রোগীকে সুসিদ্ধ ভাত কাঁচা কলার ঝোল পেঁপে সিদ্ধ দুধ হরলিক্স পাকা কলা গব্যঘৃত গব্য ঘৃতে ভাজা বিভিন্ন খাবার রুটি বিস্কুট স্যালাড দই জলসহ ছানা ঘোলের সরবৎ ছাগলের দুধ প্রভৃতি খেতে দেওয়া ভালো। পানি জল সর্বদা গভীর নলকূপে হওয়া চাই এবং তা ফুটিয়ে ঠান্ডা করে খেলে আরও ভালো হয়।
রোগ ভোগা কালীন সময়ে তেল ঝাল মশলা ভাজা খাবার প্রভৃতি কম খেতে হবে। খালি পেটে থাকা নিষিদ্ধ। ট্রেনে বাসে বিক্রীত তার নকল আয়ুর্বেদিক ঔষধ না খাওয়াই ভালো।
এই আর্টিকেলটি পড়ে কোন রকমের সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।
