সংক্ষিপ্ত বর্ণনা
ইহা একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন গ্লকোকর্টিকয়েড ঔষধ। ইহা তিক্ত আস্বাদ বিশিষ্ট গন্ধহীন। ইহা পৌষ্টিক তন্ত্র থেকে ক্যালসিয়ামের শোষণকে নিয়ন্ত্রণ করে।গ্ৰোথ হরমোন নিঃসরণকে নিয়ন্ত্রণ করে। এছাড়া প্লাজমা অর্থাৎ রক্তরসে কোলেস্টেরল বৃদ্ধি করে।এই ঔষধ রং রক্তের লোহিত কণিকার সংখ্যা বাড়ায় নিউট্রোফিল বাড়ায় লিম্ফোসাইট ও ইওসিনোফিলের মাত্রা কমায়। এই ঔষধ পৌষ্টিক তন্ত্র থেকে দ্রুত শোষিত হয়।গ্ৰহনের ১ থেকে ২ ঘণ্টার মধ্যে রক্তরসের সর্বোচ্চ মাত্রায় উপস্থিত হয় এবং ক্রিয়া শুরু করে।এর ক্রিয়া ৩ দিন পর্যন্ত স্থায়ী হয়। ফলে য়ে কোন মারাত্মক পরিস্থিতিতে পুশ করার কিছু ক্ষণের মধ্যেই তার ক্রিয়া শুরু হয় এবং পরিস্থিতিতে দ্রুত রোগীর পক্ষে ফিরিয়ে দেয়। এই ঔষধ সচরাচর যকৃতের এবং কিডনিতে কিছু পাচিত হয়। এই ঔষধের অধিকাংশ টাই মূত্রের পথে নির্গত হয়।
ব্যবহার
হাঁপানি অনুভূতি শক্তির আধিক্যজনিত বিক্রিয়ায় শিরার মাধ্যমে যে কোন তরল অথবা রক্ত প্রদান কালে প্রতিক্রিয়া প্রবল জ্বর টাইফয়েড মেনিনজাইটিস ডিপথেরিয়া হৃৎপিণ্ডের বিকলতায় আর্থাইটিস অস্থির প্রদাহ সংযোজক কলার প্রদাহ পেশীর প্রদাহ কীট পতঙ্গের কামড়ানি থেকে বিষক্রিয়া সাপের দংশন রক্তের রোগ চক্ষুঃস্নায়ুর প্রদাহ সকল প্রকার চর্মপীড়া লিউকেমিয়া প্রভৃতিতে ব্যবহার করা হয়।
পার্শ্ব প্রতিক্রিয়া
রক্তের শর্করা বৃদ্ধি পাকস্থলীর ক্ষত থেকে রক্তপাত হাড় ফোঁপরা হওয়া ক্ষুধা বৃদ্ধি ক্ষত নিরাময়ে ব্যাঘাত ঘটা দুর্বলতা চক্ষুর ছানি মুখে তিক্ত আস্বাদ স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া ব্রণ মেয়েদের ঋতুর গোলযোগ গায়ে লোম গজানো গায়ে কালশিরা পড়া প্রভৃতি হতে পারে।
আন্তঃবিক্রিয়া
ফেনাইটোইন ফেনোবারবিটোন এফিড্রিন রিফামপিসিন ম্যাগনেশিয়াম ট্রাইসিলিকেট স্যালিসাইলেট প্রভৃতির সাথে আন্তঃবিক্রিয়ার ফলে কর্ম ক্ষমতা কমে যায় এবং পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায়।
সাবধানতা
মৃগীরোগ উচ্চ রক্তচাপ ঝাপসা দৃষ্টিতে ব্যবহার নিষিদ্ধ। যকৃতের রোগ এবং অতিবৃদ্ধদের ব্যবহার নিষিদ্ধ।মূত্রাবরোধ ডায়াবিটিস মেলিটাস হাড়ের রোগ যক্ষ্মারোগে ব্যবহার চলবে না। গর্ভাবস্থায় মহিলা স্তন্যদানকারী মাতা ব্যবহার নিষিদ্ধ।
এই আর্টিকেলটি পড়ে কোন রকমে সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তার বাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।