রোগের বিবরণ
শরীরের জলসাম্যতা নিয়ন্ত্রত ব্যাহত হওয়া এবং ভ্যাসোপ্রেসিন হর্মোন ক্ষরন কম হওয়াকে ডায়াবিটেস ইনসিপিডাস বলা হয়।
আক্রান্ত তন্ত্র অন্তঃক্ষরা ও বিপাকতন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয়।
আক্রমণের বয়স যে কোন বয়সে এই রোগ হতেই পারে।
লিঙ্গ মহিলাদের চেয়ে পুরুষদের এই রোগ বেশি হতে দেখা যায়।
বংশগত কারণ বংশগত কারণ যথেষ্ট রয়েছে।
রোগের কারণ
হাইপোথ্যালামাস গ্ৰন্থির ক্ষরন কম হওয়া। কিডনির রোগে ভোগা প্রচুর পরিমাণে জল খাওয়া লিথিয়াম ডেমেক্লোসাইক্লিন মেথোক্সিফ্লুরেন প্রভৃতি ঔষধ বেশি মাত্রায় খাওয়া প্রভৃতি বিভিন্ন কারণে এই রোগ হয়।
রোগের লক্ষণ
১ অতিরিক্ত তৃষ্ণা এই রোগের একটি লক্ষণ।
২ দৃষ্টির গোলযোগ।
৩ মাথাধরা গা হাত ম্যাজম্যাজ করা প্রভৃতি ও হতে পারে।
৪ জলশূন্যতা হওয়া।
৫ প্রচুর পরিমাণে প্রস্রাব হওয়া।
৬ প্রস্রাব ধারণের অক্ষমতা দেখা দেওয়া।
৭ বারংবার প্রস্রাব ত্যাগ।
৮ রাত্রিতে অনেক বার প্রস্রাব হওয়া।
এই আর্টিকেলটি পড়ে কোন রকমে সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তার বাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।
