ইহা একটি বহুব্যাপক বীজাণু নাশক ঔষধ। ইহা অধিকাংশ গ্ৰাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ বীজাণুদের উপর সক্রিয়। ইহা কিছু কিছু প্রোটোজোয়া দের ধ্বংস করতে সক্ষম।স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস পাইয়োজিনেস স্ট্রেপটোকক্কাস ভিরিড্যানস স্ট্রেপটোকক্কাস ফেক্যালিস প্রভৃতি গ্ৰাম পজিটিভ কক্কি এবং বি।লিস্টেরিয়া মনো সাইটোজিনেস প্রভৃতি গ্ৰাম পজিটিভ ব্যাসিলিদের উপর ডক্সিসাইক্লিন সক্রিয়।
প্রভৃতি গ্ৰাম নেগেটিভ বীজাণু ও এই ঔষধ ধ্বংস হয়। ট্রোপোনিয়া ও প্যালিডাম ও ডক্সিসাইক্লিনে ধ্বংস হয়। কিছু কিছু পরজীবী এবং ছত্রাক এই ঔষধ ধ্বংস হয় তবে কোন ভাইরাস বা সিউডোমোনাস এতে ধ্বংস হয় না।
এই ঔষধ পোষ্টটি তন্ত্র থেকে প্রায় ৯৫% শোষিত হয় এবং ২ ঘন্টার মধ্যে রক্ত রসের সর্বোচ্চ মাত্রায় পরিলক্ষিত হয়। সেরিব্রো স্পাইন্যাল ফ্লুইড ছাড়া ইহা শরীরের সকল প্রকার তরল অংশে ও প্রত্যক কলা কোষের ব্যাপকভাবে বিস্তার লাভ করে। এই ঔষধ প্রস্রাবের মাধ্যমে প্রায় ৮০% দেহের বাইরে নির্গত হয় এবং পিত্তরসের মাধ্যমে বহু অংশে নির্গত হয়ে যায়।
ব্যবহার
ব্রঙ্কাইটিস নিউমোনিয়া ব্রঙ্কোনিউমোনিয়া সহ সকল প্রকার শ্বাসযন্ত্রের পীড়া কর্ণ প্রদাহ সাইনাসের প্রদাহ তালুমূল প্রদাহ বাকযন্ত্র প্রদাহ প্রভৃতি সহ সকল প্রকার নাক কান ও গলার রোগ। কনজাংটিভাইটিস কেরাটাইটিস ব্লেফারাইটিস সহ সকল প্রকার চক্ষুর সংক্রমণ আমাশয় রক্তামাশয় কলেরা উদরাময় টাইফয়েড সহ সকল প্রকার আন্ত্রিক রোগ। সিফিলিস গণোরিয়া স্যাঙ্কার সহ সকল প্রকার মূত্র যন্ত্রের পীড়া ফ্যারাংকিউলোসিস সংক্রামিত পামা সহ সকল প্রকার বীজাণু ঘটিত চর্মরোগ বার্থলির গ্ৰন্থির সংক্রমন সকল প্রকার স্ত্রী জননতন্ত্রের রোগ এবং জিংজিভাইটিস স্টমাটাইটিস মাড়ির ফোঁড়া সহ সকল প্রকার মুখগহ্বরের পীড়ায় ডক্সিসাইক্লিন ব্যবহার করা চলে।
