রোগের বিবরণ
রক্তে ঈওসিনোফিলের সংখ্যা বহুগুণ বেড়ে যাওয়াকে ইওসিনোফিলিয়া বলে। এক সাথে ফাইলেরিয়া রাত্রি কালীন তীব্র কাশি বা বুকে সাঁই সাঁই শব্দ প্রভৃতি হতে থাকে।
রোগ আক্রমণের বয়স ১৪ থেকে ৪০ বছরের বয়সের মধ্যে এই রোগ বেশি হয়। তবে অন্য বয়সে ও হতে পারে।
রোগ আক্রান্ত লিঙ্গ স্ত্রী ও পুরুষ উভয়ের সমানভাবে এই রোগ হতে পারে।
রোগের কারণ
Wuchereria bancrofti brugia Malai worm প্রভৃতি পরাশ্রয়ীদের আক্রমণে এই রোগ হয়।
রোগের লক্ষণ
১ শুকনো কাশি বিশেষতঃ রাত্রে দারুণভাবে বৃদ্ধি পায়।
২ হাঁপানি হতে শুরু করে।
৩ কখনো কখনো মারাত্মকভাবে হাঁপানি হয়।
৪ সামান্য জ্বর ভাব থাকে।
৫ হাঁপানি ছাড়াও শ্বাসকষ্ট হয়।
৬ জোরে শ্বাস টানলেই কাশি এবং হাঁপানির উদ্রেক হয়।
৭ গাঢ় শ্লেষ্মা নির্গত হতে পারে।
৮ ক্ষুধা মন্দা থাকে।
৯ হৃদপিন্ডের গতি দ্রুত হয়
এই আর্টিকেলটি পড়ে কোন রকমে সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।
