রোগের বিবরণ
এক ধরনের প্যারাসাইট মানুষের অন্ত্রে প্রবেশ করে বংশবিস্তার করে এবং বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করে।
আক্রান্ত তন্ত্র কেবলমাত্র পৌষ্টিকতন্ত্র থেকে এই রোগ দ্বারা আক্রান্ত হয়।
আক্রমণের বয়স সব বয়সেই এই রোগ হতে পারে। তবে বয়স্ক শিশুদের এবং কিশোরদের এই রোগ বেশি হতে দেখা যায়।
আক্রান্ত লিঙ্গ স্ত্রী এবং পুরুষ উভয়েরই এই রোগ হতে পারে। তবে পুরুষদেরই একটু বেশি হতে দেখা যায়।
রোগের কারণ
দূষিত খাদ্য ও পানির মাধ্যমেই এই রোগ সংক্রামিত হয়। বাসি পচা খাবার না ধোয়া কাঁচা ফল শাকসবজি প্রভৃতির মাধ্যমে এই রোগের প্যারাসাইট মুখ দিয়ে মানুষের অন্ত্রে চলে যায়।
রোগের লক্ষণ
১ হঠাৎ হঠাৎ উদারাময়ে আক্রান্ত হওয়া এবং ৫ থেকে ৭ দিনের মধ্যে তার সেরে যাওয়া এই রোগের লক্ষণ।
২ মলে সোঁদা সোঁদা গন্ধ থাকে।
৩ কখনো কখনো কোষ্ঠকাঠিন্য সহ কালো মল হতে দেখা যায়।
৪ পাতলা আঠাল আমযুক্ত মল নিঃসরণ হয়।
৫ পেট ফাঁপা ও পেটের বায়ু সঞ্চয় প্রভৃতি হতে থাকে।
৬ গা বমি ক্ষুধা মন্দা পেটে ব্যাথা প্রভৃতি হতে দেখা যায়।
৭ মাথা ধরা জ্বর ভাব বুক ধড়ফড় করা প্রভৃতি হতে পারে।
৮ শরীরে ক্রমশঃ শীর্ণ হওয়া রক্ত শূন্যতা ওজন হ্রাস পাওয়া প্রভৃতি হতে থাকে।
আনুষঙ্গিক চিকিৎসা
সুসিদ্ধ ভাত কাঁচা কলা ডুমুর পেঁপে চারা পোনা মাছ প্রভৃতির ঝোল পটল করলা, প্রভৃতি খাওয়া ভালো। বাজারের ফল মূল শাকসবজি খুব ভালোভাবে ধুয়ে তবেই খাওয়া চলবে। জল ফুটিয়ে ঠান্ডা করে খেতে হবে। রোগীর একটু ভালো হলে প্রোটিনেক্স প্রোটিনিউলস হরলিক্স প্রভৃতি পুষ্টিকর খাবার খেতে দিতে হবে।
এই আর্টিকেলটি পড়ে কোন রকমে সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।
