ইহা একটি মৌখিক ছত্রাকনাশক ঔষধ। ইহা চর্মে বসবাসকারী সকল প্রকার ছত্রাককে ধ্বংস করতে সক্ষম। ইহা এপিডারমোফাইটন ট্রাইকোফাইটন মাইক্রোস্পোরাম প্রভৃতি ছত্রাকের উপর সক্রিয়। তবে এই ঔষধ ক্যানডিডা অ্যালবিক্যানস বা অন্যান্য ছত্রাকের ধ্বংস করতে পারে না। ইহা পৌষ্টিকতন্ত্র হতে প্রায় সম্পূর্ণরূপে শোষিত হয়। খুব দ্রুত রক্ত রসের পৌঁছায় এবং শরীরের সকল কলাকোষে প্রেরিত হয়। এই ঔষধ অধিকাংশটা মলের সাথে অপরিবর্তিত অবস্থিত দেহের বাইরে নির্গত হয়।
ব্যবহার
চর্ম নখ ও মাথার সকল প্রকার ছত্রাক ঘটিত চর্মরোগ ব্যবহার করা হয়। মাথা ও চাঁদির দাদ দেহের দাদ দাড়িতে দাদ জননতান্ত্রে অংশের দাদ পায়ের দাদ নখের দাদ প্রভৃতিতে ব্যবহার করা হয়।
পার্শ্ব প্রতিক্রিয়া
আন্ত্রিক গোলোযোগ ও অশ্বস্তি এই ঔষধ প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া। উদরাময় বা কোষ্ঠকাঠিন্য হতে পারে। মাথার যন্ত্রণা বমি ভাব চর্মে উদ্ভিদ আম্বাত ঘুম ভাব প্রভৃতি ও হতে পারে।
আন্তঃবিক্রিয়া
ফেনোবারবিটোন ফিনাইলবুটাজোন ওয়ারফেরিন প্রভৃতির সঙ্গে আন্তবিক্রিয়ায় ফলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায়।
সাবধানতা
যকৃতের রোগ চর্মের ক্ষয়রোগ থাইরয়েড গ্রন্থির টিউমার প্রভৃতি রোগ থাকলে এই ঔষধ ব্যবহার নিষিদ্ধ। গর্ভাবস্থায় এই ঔষধ ব্যবহার নিষিদ্ধ।স্তন্যদানকারী মাতার খুব সাবধানতা অবলম্বন করে ব্যবহার করতে হবে।
এই আর্টিকেলটি পড়ে কোন রকমে সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তার বাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।
