ইহা একটি কৃমিনাশক ঔষধ। ইহা কৃমির গ্লুকোজ গ্ৰহণে বাধাদান করে এবং গ্লাইকোজেন সঞ্চয়ে বাধা দেয় ফলে কৃমি নিস্তেজ হয়ে পড়ে এবং মলের সাথে সাথে নেমে আসতে বাধ্য হয়। এই ঔষধে ক্রিয়া ও অন্ত্রে তাই ইহা শোষণের কোন প্রয়োজন নাই। ইহা খুব সামান্য অংশে পৌষ্টিকতন্ত্র থেকে শোষিত হয়। এই ঔষধে ৭৫% থেকে ১০০% ভালো ফল পাওয়া যায়।
ব্যবহার
ইহা সূতাক্রিমি (থেরাডওয়ার্ম) গোলক্রিমি (গোলকৃমি) চাবুকের ন্যায় আকৃতি বিশিষ্ট কৃমি ( হুইপওয়ার্ম) হুকের ন্যায় আকৃতি বিশিষ্ট ক্রিমি (হুকওয়ার্ম) পিন ওয়ার্ম (পিনওয়ার্ম) এবং ফিতা কৃমি (টেপওয়ার্ম) প্রভৃতির জন্য ব্যবহার করা হয়
পার্শ্ব প্রতিক্রিয়া
সচরাচর কোন পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় না। তবে কখনো কখনো বমি ভাব বমি পেটে ব্যাথা উদরাময় বা কোষ্ঠকাঠিন্য প্রভৃতি হতে দেখা যায়।
আন্তঃবিক্রিয়া
চর্বিজাতীয় খাদ্য না খাওয়াই ভালো তাতে আন্তঃবিক্রিয়া ঘটে। এছাড়া কোন ঔষধের সাথে আন্তঃবিক্রিয়া ঘটার কোন প্রমাণ নেই।
সাবধানতা
২ বছরের নিচের শিশু ও গর্ভবতী মহিলা ও স্তন্যদানকারী মাতাকে ব্যবহার করা চলবে না। যকৃতের মারাত্মক রোগ থাকলে ব্যবহার না করাই ভালো।বমি হতে থাকলে সেই মুহূর্তে ব্যবহার না করাই ভালো তাতে কৃমি নাক মুখ দিয়ে বার হতে থাকে।
এই আর্টিকেলটি পড়ে কোন রকমে সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তার বাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।
