ইহা টেট্রাসাইক্লিন গ্ৰুপের একটি বীজাণু নাশক ঔষধ। ইহা অধিকাংশ গ্ৰাম পজিটিভ এবং গ্ৰাম নেগেটিভ বীজানণুদের উপর সক্রিয়।এন্টারোব্যাকটার স্পেসিজ ব্রুসেল্লা ভিব্রিও ক্লসট্রিডিয়াম ট্রেপোলিমা প্যালিডাম এইচ ইনফ্লুয়েঞ্জা গণোরিয়ী ক্ল্যামাইডিয়া মাইকোপ্লাজমা এইচ ডুক্রেয়ী প্রভৃতি দের উপর সাইনোসাইক্লিন অধিক সক্রিয়। এই ঔষধ পৌষ্টিক তন্ত্র থেকে দ্রুত এবং প্রায় সম্পূর্ণরূপে শোষিত হয়। ইহা শরীরের সকল প্রকার তরল অংশে ও কলাকোষে বিস্তার লাভ করে।
ব্যবহার
গণোরিয়া মূত্র নালী প্রদাহ প্রস্টেট গ্রন্থির প্রদাহ সিফিলিস স্যাঙ্কার অ্যাকিউট ও ক্রনিক ব্রঙ্কাইটিস ফুসফুসের ক্ষত নিউমোনিয়া কান নাক ও গলার সংক্রমণ চর্মের সংক্রমণ পেলভিক প্রদাহ মূত্রযন্ত্রের পীড়া চক্ষুর সংক্রমণ বাগী ও ব্রণ প্রভৃতিতে ব্যবহার করা হয়।
পার্শ্ব প্রতিক্রিয়া
পেটের গন্ডগোল বমি বা বমি ভাব চর্মে উদ্ভিদ দাঁতের রং পরিবর্তন রক্তে কমে যাওয়া। আমবাত প্রভৃতি হতে পারে। এছাড়া মাথা ধরা মাথা ঘোরা ঘুম ভাব প্রভৃতি ও দেখা যায়।
সাবধানতা
গর্ভবতী মহিলা স্তন্যদানকারী মাতা এবং ৮ বছরের নিচে শিশুদের ব্যবহার নিষিদ্ধ। মারাত্মক যকৃত পীড়ার এই ঔষধ ব্যবহার নিষিদ্ধ। এই ঔষধের দ্বারা দীর্ঘদিন চিকিৎসা চালালে রক্তের স্বাভাবিক চিত্র প্রস্রাব লিভার ফাংশন প্রভৃতি মাঝে মাঝে পরীক্ষা করা দরকার। টেট্রাসাইক্লিনে এলার্জি থাকলে এই ঔষধ ব্যবহার করা চলবে না।
এই আর্টিকেলটি পড়ে কোন রকমের সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।
