রোগের বিবরণ
ফুসফুসের আবরণ অর্থাৎ প্লুরা এর মাঝের শূন্যস্থানে যে তরল থাকে তা প্রচুর পরিমাণে বেড়ে গিয়ে অথবা শুকিয়ে গিয়ে ঐ অংশের প্রদাহ হয় তাকে প্লুরিসি বলা হয়।
রোগ আক্রমণের বয়স সকল বয়সের হতে পারে রোগ। আক্রান্তের লিঙ্গে স্ত্রী ও পুরুষ উভয়ের সমানভাবে এই রোগ হতে দেখা যায়।
রোগের কারণ
অধিকাংশ রোগীর যক্ষা জীবাণুর দ্বারা এই রোগ হয়। তবে অন্যান্য কারণে ও এই রোগ হয়। যেমন নিউমোনিয়া জন্য বাত ব্যাধি থেকে ফুসফুসে ক্যান্সার থেকে অন্যান্য বীজাণু দূষণ থেকে।
রোগের লক্ষণ
বুকে ব্যাথা যন্ত্রণা কাশি বুকে ফোলা ভাব শ্বাসকষ্ট জ্বর ছাড়তে চায় না। স্টেথোস্কোপ চাপা শব্দ বুকের টোকা মারলে ঢপঢপ শব্দ হওয়া প্রভৃতি প্রধান লক্ষণগুলি থাকে। এছাড়া রাতে ঘাম হওয়া কফের সাথে রক্ত ওঠা শীতবোধ দুর্বলতা দ্রুত শ্বাস প্রভৃতি ও চলতে থাকে।
রোগ নির্ণয
লক্ষণ অনুযায়ী X Ray পরীক্ষায় তরলের বৃদ্ধি পরিলক্ষিত হয়। ট্রাকিয়া এবং হৃদপিন্ডের ঊদ্ধর স্থানচ্যুতিও কখনো কখনো লক্ষ্য করা যায়। রক্তের লিউকোসাইট বৃদ্ধি Hb% কমে যাওয়া প্রভৃতি ঘটে। সূঁচ ফুটিয়ে তরল বের করে তা ল্যাবরেটরিতে পরীক্ষা করলে রোগ সম্বন্ধ নিশ্চিত হওয়া যায় এবং এর জটিলতার হদিস পাওয়া যায়।
আনুষঙ্গিক চিকিৎসা ১ সর্বদা গরম পোশাক ব্যবহার করতে হবে।
২ খাদ্য পানি গরম হলেই ভালো হয়।
৩ বুকে গরম সেঁক দেওয়া উপকারী।
৪ ডিম ছানা বিভিন্ন প্রকার ডাল মাছ মাংস প্রভৃতি প্রোটিনযুক্ত খাবার অধিক পরিমাণে খেতে হবে।
এই আর্টিকেলটি পড়ে কোন রকমে সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।
