সংক্ষিপ্ত
ইহা একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন গ্লকোকর্টিকয়েড। ইহা কর্ম ক্ষমতা দীর্ঘসময় থাকে না এবং পিটুইটারীর নিঃসরণের উপর কোন প্রভাব ফেলে না।ইহা প্রদাহ নিবারণী ক্ষমতা যথেষ্ট। ইহা পৌষ্টিকতন্ত্র থেকে দ্রুত এবং সম্পূর্ণরূপে শোষিত হয়। এই ঔষধ গ্রহণের ২ দিন পর্যন্ত ক্রিয়াশীল থাকে। ইহা অধিকাংশ টাই মূত্রের পথে নির্গত হয়।
ব্যবহার
সকল প্রকার বাত ব্যাধি রিউম্যাটিক হৃৎপিণ্ডের সমস্যা পোলিও সোরিয়াসিস একজিমা সহ সকল প্রকার ক্রনিক চর্মরোগ ব্রঙ্কিয়াল অ্যজমা ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া জনিত চর্মের উদ্ভেদ নির্গম সিরাম ব্যবহার জনিত প্রতিক্রিয়া বিষক্রিয়া কীট পতঙ্গের দংশন চক্ষুর বিভিন্ন সমস্যা ফুসফুসের প্রদাহ অ্যানিমিয়া সহ রক্তের অন্যান্য রোগ লিউকোমিয়া ক্ষতিকর ও বৃহদান্ত্র প্রদাহ হৃদপিন্ডের জরুরী সমস্যা প্রভৃতির ব্যবহার করা হয়।
পার্শ্ব প্রতিক্রিয়া
মুখের ফোলা ভাব রোগ ভাব হওয়া ক্ষত নিরাময়ে ব্যাঘাত ঘটা। রক্তচাপ বেড়ে যাওয়া বেশি দুর্বলতা হাড় ফোঁপরা হওয়া পাকস্থলীর ক্ষত থেকে রক্তপাত অগ্ন্যাশয়ের প্রদাহ গায়ের লোম গজানো ঘাম বেশি হওয়া। মাথা ঘোরা মাথা যন্ত্রণা। মেয়েদের ঋতুর গোলযোগ শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া রক্তের শর্করা বৃদ্ধি পাওয়া ঝাপসা দৃষ্টি চক্ষুতে ছানি প্রভৃতি হতে পারে।
আন্তঃবিক্রিয়া
ফিনাইটোইন রিফামপিসিন মৌখিক গর্ভনিরোধক ট্যাবলেট অ্যান্টাসিড স্যালিসাইলেট ইনসুলিন প্রভৃতির সঙ্গে আন্তঃবিক্রিয়া হয় ফলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায়।
সাবধানতা
পেপটিক আলসার ঝাপসা দৃষ্টি মানসিক রোগগ্ৰস্ত ফোঁপরা হাড় উচ্চ রক্তচাপ কার্ডিয়াক ফেলিওর মূত্রস্বল্পতা গর্ভবতী মহিলা স্তন্যদানকারী মাতাকে শিশুদের কিশোর ভাইরাস ঘটিত রোগের প্রতিষেধক গ্ৰহণের পর সদ্য সংক্রামিত রোগে ব্যবহার নিষিদ্ধ।
এই আর্টিকেলটি পড়ে কোন রকমে সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।
