ইহা একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বমন নিবারণকারী ঔষধ।এই ঔষধ মস্তিষ্কের বহন কেন্দ্রের উপর ক্রিয়া করে বমন নিবারণে সাহায্য করে। এছাড়া ও এই ঔষধের সাহায্য মস্তিষ্ক স্নায়ু তন্ত্রের বহুবিধ রোগকে দমন করানো হয়। এই ঔষধ পাকস্থলী থেকে দ্রুত শোষিত হয় এবং মস্তিষ্কের কোষসমূহে ব্যাপকভাবে বিস্তার লাভ করে।
ব্যবহার
বমি ভাব এবং বমি মাথা ঘোরা আধক পালে মানসিক গোলযোগ মানসিক ভারসাম্যহীনতা দুশ্চিন্তা স্কিজোফ্রেনিয়া (ভূতে পাওয়া বা ভর হওয়া) প্রভৃতিতে ব্যবহার করা হয়।
পার্শ্ব প্রতিক্রিয়া
মুখের শুষ্কতা ঘুম ভাব নাক সেঁটে ধরা অনিদ্রা যকৃতের গোলযোগ মুখ মন্ডলের পেশির আক্ষেপ মেরুদণ্ড ও সংলগ্ন পেশীর আক্ষেপ প্রভৃতি হতে পারে। দৃষ্টিশক্তি বিকৃতিও অনেক সময় ঘটতে দেখা যায়।
আন্তঃবিক্রিয়া
অ্যালকোহল ঘুমের ঔষধ অবসাদের ঔষধ অ্যালার্জির ঔষধ মৃগী রোগের ঔষধ অসাড়কারক ঔষধ পারকিনশোনিজম রোগের ঔষধ প্রভৃতির সাথে আন্তঃবিক্রিয়ার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া হয়।
সাবধানতা
অবসাদগ্ৰস্ত রোগী আচ্ছন্ন রোগীর নিম্নরক্ত চাপ মৃগী রোগ যকৃতের রোগ চক্ষুর রোগ প্রভৃতিতে ব্যবহার নিষিদ্ধ। পুরুষের ধ্বজভঙ্গ রোগে ব্যবহার নিষিদ্ধ। গর্ভবতী মহিলা স্তন্যদানকারী মাতা এবং সকল বয়সের শিশুদের ব্যবহার নিষিদ্ধ।
ঔষধের ব্র্যান্ডনেম
Tablets Stemetil ইত্যাদি
এই আর্টিকেলটি পড়ে কোন রকমের সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।
