ইহা নাইট্রোইমিডাজোল গ্ৰুপের একটি ঔষধ অ্যামিবা ধ্বংস কারী রসায়ন। ইহা অ্যান্টামিবা হিস্টোলাইটিকা জিয়ার্ডিয়া ল্যাম্বলিয়া ট্রাইকোমনা ভ্যাজাইনালিস প্রভৃতি প্রোটোজোয়া দের উপর সক্রিয়। এই রসায়ন ব্যবহার ৯৭% এর উপর ক্ষেত্রে সুফল পাওয়া যায়। এই রসায়ন পৌষ্টিক তন্ত্রে থেকে দ্রুত শোষিত হয়। এবং রক্তরসের সর্বোচ্চ মাত্রা উপস্থিত হয়। ইহা ক্রিয়া ৩ দিন পর্যন্ত স্থায়ী হয়। এই ঔষধ কেবলমাত্র ১ মাত্রা খেলেই চলে ফলে এর পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ ও ১ দিনের বেশি থাকে না। এই ঔষধ মেট্রোনাইডাজোল বা টিনিডাজোলের মত টেরাটোজেনিক বা প্রতিক্রিয়া ঘটে না।এই ঔষধ গর্ভফুল অতিক্রম করে তার জন্য গর্ভবস্থায় ব্যবহার নিষিদ্ধ। ইহা স্তনদুগ্ধের মাধ্যমে নির্গত হয় ফলে স্তন্যদানকারী মাতাকে ব্যবহার করা উচিত নয়। এই রসায়নের অধিকাংশটাই মল মূত্রের মাধ্যমে বাহিরে নির্গত হয়।
অন্ত্র আমাশয় আমাশয় ঘটিত যকৃত প্রদাহ জিয়ার্ডিয়াসিস ট্রাইকোমনা সংক্রমণ জনিত যোনির প্রদাহ প্রভৃতি ব্যবহার করা হয়।
বমি ভাব বা বমি পেটের যন্ত্রণা মুখে তিক্ত আস্বাদ মুখগহ্বরের প্রদাহ আমবাত চর্মে উদ্ভিদ ক্লান্তি অবসাদ মাথা যন্ত্রণা ক্ষুধামন্দা উদরাময় রক্তের লিউকোসাইট কমে যাওয়া মাথা ঘোরা প্রভৃতি হতে দেখা যায়।
ওয়ারফারিন সিমেটিডিন অ্যালকোহল প্রভৃতির সাথে আন্তঃবিক্রিয়ার হয়। ফলে কর্ম ক্ষমতা কমে যায় এবং পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায়।
গর্ভবতী মহিলা স্তন্যদানকারী মাতাকে ব্যবহার করা চলবে না।স্নায়ু তন্ত্রের পীড়া যকৃতের বিকৃতি অ্যালকোহল আসাক্ত ব্যক্তি প্রভৃতিতে এই ঔষধ ব্যবহার নিষিদ্ধ। রক্তের কোন রোগ থাকলে এই ঔষধ ব্যবহার না করাই ভালো।ইমিডাজোল ঔষধ অ্যালার্জি থাকলে ব্যবহার করা চলবে না।
Tablets Seczol ইত্যাদি
এই আর্টিকেলটি পরে কোন রকমের সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।
