বিবরণ
হৃদপেশীতে রক্ত প্রবাহের অবরুদ্ধতা হেতু প্রদাহ হওয়াকে হৃদশূল বা প্রশাসনিক উপস্থাপনা বলে।
আক্রান্ত তন্ত্র হৃদপিন্ডের ও রক্তবাহ এই রোগের ফলে আক্রান্ত হয়।
আক্রমণের বয়স মধ্যবয়স্ক ও বৃদ্ধদের এই রোগ বেশি হতে দেখা যায়।
আক্রান্ত লিঙ্গ মহিলাদের চেয়ে পুরুষরাই এই রোগে বেশি হতে দেখা যায়।
কারণ
হৃদপিণ্ড ও ধমনীর আক্ষেপ রক্তবাহে রক্তে জমাট বাঁধা রক্ত বাহের মধ্যে ক্লেদময় অর্বুদ সৃষ্টির ফলে রক্ত প্রবাহের ব্যাঘাত সৃষ্টি (অ্যাথেরোস্ক্লেরোসিস) একসাথে অনেক গুলি হৃদপিন্ডের ধমনীর প্রদাহ (পলি আর্টারাইটিস) বাতাস জনিত হৃদপেশীর প্রদাহ উচ্চ রক্তচাপ প্রভৃতি থেকে এই রোগে সৃষ্টি হয়।
লক্ষণ
১ শ্বাসকষ্ট উপস্থিত হয়।
২ রোগীর জ্ঞান হারানোর ভয় থাকে।
৩ উত্তেজনা পরিশ্রম প্রভৃতিতে যন্ত্রণার বৃদ্ধি ঘটে।
৪ বুকের বাম দিকের খুব গভীর সূচীবিদ্ধবৎ যন্ত্রণা হতে শুরু করে।
৫ ক্রমশঃ এই যন্ত্রণা বাম কাধ বাম হাত এবং সমগ্ৰ বাম অঙ্গে ব্যাপৃত হয়।
৬ ধীরে শ্বাস নিলে বিশ্রামে থাকলে যন্ত্রণার বৃদ্ধি ঘটে।
আনুষঙ্গিক চিকিৎসা
১ ধূমপান মাদকদ্রব্য সেবন প্রভৃতি বন্ধ করতে হবে।
২ ক্রোধ ঘৃণা এগুলি মন থেকে ঝেড়ে ফেলতে হবে।
৩ কোষ্ঠকাঠিন্য থাকলে তার চিকিৎসা করতে হবে।
৪ সাধারণ খাবার ও অল্প পরিমাণে খেতে হবে এবং খাবার পর হালকা ব্যায়াম অথবা হাঁটা চলা করা ভালো।
৫ ফ্যাট ও কোলেস্টেরল যুক্ত খাবার সম্পর্ণ রূপে বর্জন করতে হবে।
এই আর্টিকেলটি পড়ে কোন রকমের সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।
