বিবরণ
প্রস্রাবের সাথে অধিক পরিমাণে তাজা রক্ত বের হওয়াকে হেমাচুরিয়া বা রক্ত প্রস্রাব বলা হয়। এই রোগ বিভিন্ন কারণে হয়ে থাকে।
আক্রান্ত তন্ত্র মূত্র যন্ত্রের এই রোগ দ্বারা আক্রান্ত হয়।
আক্রমণের বয়স যেকোনো বয়সেই হতে পারে তবে বয়স্কদের বেশি হতে দেখা যায়।
আক্রান্ত লিঙ্গ স্ত্রী ও পুরুষ উভয়ের এই রোগ সমান ভাবে আক্রান্ত হন।
কারণ
তলপেট বা পিঠের নিচে দিকে মারাত্মক আঘাত ও প্রাপ্তি মূত্রযন্ত্রের যথা নেফ্রন মূত্রস্থলী মূত্র গ্রন্থী প্রভৃতি বীজাণু দ্বারা দূষিত বা সংক্রমিত হলে মূত্রপাথরী থেকে মূত্র পথে বাধা সৃষ্টি হলে। ডিহাইড্রেশন হলে বা অন্যের যে কোনো রোগে ভুগতে ভুগতে এই রোগের সৃষ্টি হতে পারে।
লক্ষণ
১ কখনো প্রস্রাব অধিক পরিমাণে হয়।
২ প্রস্রাব তাতে রক্ত থাকে আবার কখনো সামান্য পরিমাণে কষ্টকর প্রস্রাব হয় তাতে রক্তের পরিমাণই অধিক হয়।
৩ অনেক সময় প্রস্রাবের রং নীল বর্ণের হতে দেখা যায়। এটাও হেমাচুরিয়ার লক্ষণ।
৪ প্রথমে মূত্রে যন্ত্রের সকল অংশের তথা তলপেটের ও পিঠের নিচের দিকে ব্যাথা যন্ত্রণা হতে পারে।
৫ প্রস্রাবের সাথে ফোঁটা ফোঁটা অথবা অধিক পরিমাণে তাজা রক্ত বের হতে থাকে।
আনুষঙ্গিক চিকিৎসা
১ খাবার লবণ কম খেতে হবে।
২ নিয়মিত ভালোভাবে স্নান করতে হবে।
৩ মাদকদ্রব্য ও তামাকু সেবন নিষিদ্ধ।
৪ রোগীকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। চুপচাপ শুয়ে থাকাই শ্রেয়।
৫ ডাবের জল মিছরির শরবত পানি জল প্রচুর পরিমাণে খেতে হবে। এছাড়া সুসিদ্ধ ভাত ঝোল পাতলা দুধ সাগু বালির প্রভৃতি খাওয়া চলবে। মিষ্টি ফলের রস খাওয়া চলবে না।
এই আর্টিকেলটি পড়ে কোন রকমের সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তার বাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।
