বিবরণ
মূত্রগ্ৰন্থির উৎকট প্রকৃতির কোন বৃদ্ধি বা ক্রমবদ্ধরমান টিউমারকে কিডনির ক্যানসার রোগ বলা হয়।
আক্রান্ত তন্ত্র মূত্র গ্রন্থী এই রোগের দ্বারা আক্রান্ত হয়।
আক্রমণের বয়স ৫০ থেকে ৭০ বছরের মধ্যে এই রোগ হতে দেখা যায়।
আক্রান্ত লিঙ্গ মহিলাদের তুলনায় পুরুষেরা এই রোগে দ্বিগুণ হারে আক্রান্ত হন।
রোগের কারণ অজানা
লক্ষণ
১ রক্ত প্রস্রাব একটানা চলতে থাকে।
২ ওজন হ্রাস পায়।
৩ রক্তচাপ বৃদ্ধি পায়।
৪ শোথ বিশেষতঃ নিম্নাঙ্গের হতে দেখা যায়।
৫ অ্যানিমিয়া অর্থাৎ রক্তল্পতা ঘটে।
৬ পেটে শক্ত মাস অনুভব করা যায়।
৭ পিঠের নিচের দিকে ব্যাথা লাগে।
৮ গায়ে জ্বর হতে পারে।
এই আর্টিকেলটি পড়ে কোন রকমের সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।
