বিবরণ
বৃক্ককোষে অবস্থিত ছাঁকনি সমূহ গ্লোমেরুলি জীবাণু দূষণ জনিত কারণে ক্ষতিগ্ৰস্ত এবং প্রদাহিত হতে থাকে। একেই বৃক্ককোষে প্রদাহ বা তীব্র গ্লোমেরুলোনফ্রাইটিস বলা হয়।
আক্রান্ত তন্ত্র মূত্রযন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয়।
আক্রমণের বয়স যে কোন বয়সই এই রোগ হতে পারে। আক্রান্ত লিঙ্গ মহিলাদের যে পুরুষেরা এই রোগে বেশি আক্রান্ত হন।
কারণ
ফ্যারিংজাইটিস টনসিলাইটিস মধ্যকর্ণের প্রদাহ প্রভৃতি রোগের বীজাণুরা মূত্রগ্ৰন্থিকে আক্রমণ করে বলে এই রোগের সৃষ্টি হয়। সরাসরি সংক্রমণ ও হতে পারে।
লক্ষণ
১ পেটে যন্ত্রণা হতে পারে।
২ জ্বর ভাব হতে দেখা যায়।
৩ ক্ষুধা মন্দা হতে পারে।
৪ প্রস্রাবে জ্বালা হতে পারে।
৫ প্রস্রাবের পরিমাণ কমে যায়।
৬ প্রস্রাবের রক্ত থাকে সামান্য।
৭ বেশি থাকলে চায়ের মত প্রস্রাব হয়।
৮ সকালে চোখ মুখ ফোলে এবং বিকালে ও সন্ধ্যা পা ও জানু ফোলে।
৯ প্রস্রাবের পরিমাণ কম হয়।
১০ পিঠের নিচের দিকে আড়ষ্ট ব্যাথা হয়।
১১ দু পায়ে যন্ত্রণা হতে থাকে।
আনুষঙ্গিক চিকিৎসা
১ রোগীকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
২ জটিলতা সৃষ্টি হলে বিশেষজ্ঞ পরামর্শ নিতে হবে।
৩ প্রয়োজনে ডায়ালিসিস করতে হবে।
৪ সুসিদ্ধ ভাত তরকারি সবুজ শাকসবজি দুধ রুটি মাখন বিস্কুট প্রভৃতি খাওয়া চলবে।
৫ মিছরির সরবৎ ডাবের জল পানির জল প্রচুর পরিমাণে খেতে হবে।
৬ ঠান্ডা লাগানো নিষিদ্ধ।
৭ লবণ প্রোটিন জাতীয় খাবার পটাসিয়ামযুক্ত খাবার প্রভৃতি খুব কম খেতে হবে।
