Prostatic Cancer Treatment Use In Bangali প্রোস্ট্যাটিক ক্যান্সার হলে কি করবেন কিছু গুরুত্বপূর্ণ টিপস
বিবরণ
প্রোস্টেট গ্রন্থির রক্তজালক লসিকা এবং স্নায়ুতন্ত্র সহ সমগ্ৰ গ্ৰন্থিটির ম্যালিগন্যান্ট গ্ৰোথকে ঐ গ্ৰন্থির ক্যানসার বলা হয়।
আক্রান্ত তন্ত্র জননতন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয়।
আক্রমণের বয়স 60 থেকে 80 বছর মধ্যে এই রোগ বেশি হতে দেখা যায়।
আক্রান্ত লিঙ্গ এই রোগ কেবলমাত্র পুরুষদেরই হয়।
কারণ
সঠিক কারণ অজানা তবে প্রোস্টট গ্রন্থির রোগের ভুগতে ভুগতে এই রোগ হতে পারে বলে ধারণা করা হয়।
লক্ষণ
১ কখনো কখনো রক্ত প্রস্রাব হতে দেখা যায়।
২ শ্বাস প্রশ্বাসের গতি কমে যায়।
৩ ওজন হ্রাস পায়। রক্তাল্পতা প্রভৃতি হতে দেখা যায়।
৪ প্রোস্টেট গ্রন্থি অস্বাভাবিক ভাবে বড় হয়ে যায়।
৫ মূত্রনালী অর্থাৎ মূত্রথলি থেকে যে নির্গমন দ্বারা দিয়ে মূত্রনালীতে আসে তা রুদ্ধ হয়ে মূত্র নির্গমনে ব্যাঘাত ঘটে।
৬ লসিকা গ্রন্থি আক্রান্ত হয় এবং ফুলে ওঠে।
৭ মলদ্বারা দিয়ে পরীক্ষা করলে প্রোস্টেট গ্রন্থের শক্তভাবে ও বৃদ্ধি বুঝতে পারা যায়।
চিকিৎসা
Tablets Cytomid 250 Mg ট্যাবলেট সাইটোমিড ২৫০ মিগ্ৰা
১ টি করে দিনে ৩ বার দীর্ঘদিন চালাতে হবে।
আনুষঙ্গিক চিকিৎসা
১ নিয়মিত চিকিৎসা চালালে রোগী দীর্ঘদিন বাঁচতে পারে।
২ রোগী কে সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে।
৩ পুষ্টিকর অথচ সহজপাচ্য খাদ্য খেতে হবে।
৪ উত্তেজক খাদ্য বর্জন করতে হবে।
৫ ৭০ বছরের নিচে বয়স হলে অস্ত্রোপাচার করালে অনেক সময় ভালো ফল পাওয়া যায়।
এই আর্টিকেলটি পড়ে কোন রকমের সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তার বাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।
