বিবরণ
দাদ হলো চর্মের একটি ছত্রাক সংক্রমণজনিত রোগ।
অবস্থান অনুযায়ী দাদকে কে চার ভাগে ভাগ করা যায়।
১ মাথার অস্থিচর্মের দাদ
২ মধ্যদএহএর দাদ
৩ ঊরু পাছা কোমরসহ জননতন্ত্র সংলগ্ন অংশের দাদ
৪ পায়ের দাদ
মাথার দাদ শিশুদের বেশি হয়।মধ্যদেহে দাদ এবং পায়ের দাদ যে কোন বয়সে হতে পারে জনমতন্ত্রের সংকলন অংশে দাদ যে কোনো বয়সেই হতে পারে। জননতন্ত্র সংলগ্ন অংশের দাদ সাধারণতঃ ১৫ থেকে ৩৫ বছরের মধ্যেই বেশি হতে দেখা যায়।
মহিলা এবং পুরুষদের এই রোগ সমান ভাবে হতে দেখা যায়
কারণ
মাথার দাদ হয় ট্রাইকোফাইটন টনসুরান্স নামক ছত্রাকের আক্রমণে। সংস্পর্শের মাধ্যমে সঞ্চারিত হয়।দেহকান্ডের দাদ হয় ট্রাইকোফাইটন রুব্রাম নামক ছত্রাকের আক্রমণে। জননতন্ত্র সংলগ্ন অংশের দাদ হয় ট্রাইকোফাইটন ভেরুকোসাম মেন্টাগ্ৰোফাইটস প্রভুতি ছত্রাক জীবাণুর আক্রমণে।
লক্ষন
১ মাথার দাদ সমগ্ৰ মাথার বা কিছুটা অংশের আঁশযুক্ত উদ্ভিদের বের হয়। সেগুলি প্রচন্ড চুলকায় এবং চুল কালে রস নির্গত হয়।
২ এইভাবে এগুলি ক্রমশঃ কোন আয়তনে বাড়তে থাকে।
৩ মধ্যদেহে দাদ ঘাড় গলা কাঁধ বুকে পিঠে পেটের চাকাচাকা আকারে উদ্ভেদ বের হয়।
৪ উদ্ভেদ গুলি ঘামাচি ন্যায় এবং তার চক্রের পরিধি বরাবরই।
৫ চুলকালে জলের মতো কষ বের হয় এবং কম সুস্থ চর্মে লাগলে সেখানে ও ঐ ভাবে রোগাক্রমণ ঘটে
৬ পায়ের দাদ পায়ের তালু গোড়ালি এবং আঙুলে হতে দেখা যায়।
৭ মোঝা বা জুতো বা বুট ব্যবহার থেকে এই রোগ বেশি হয়।
৮ এটি প্রচন্ড চুলকানি মূলক এটি চুলকালে বের হয় এবং কামড়ানি করে ।
চিকিৎসা
1 candid cream ক্যানডিড ক্রিম
প্রত্যহ ৩ থেকে ৪ বার আক্রান্ত অংশে লাগাতে হবে ২ সপ্তাহ
২ Luliconazole Lotion লুলিকোনাজোল লোশন
প্রত্যহ ২ থেকে ৩ বার আক্রান্ত অংশে লাগাতে হবে ৩ সপ্তাহ
এই আর্টিকেলটি পড়ে কোন রকমের সিদ্ধান্তে আসার আগে যোগ্য ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন।
