বিবারন
এটি একটি বহু ব্যাপক ব্যাকটেরিয়া ধ্বংসকারী ঔষধ ইহা স্ট্যাফাইলোকক্কাস টাইফি প্রোটিয়াস ই কোলি মাইরাবিলিস প্রভৃতি বীজাণুদের উপর সক্রিয় ইহা অ্যাম্পিসিলিনের যে অধিক পরিমাণে শোষিত হয়ঞ মুখে খাবারও ঔষধ ৮০% পাকস্থলী থেকে শোষিত হয় এবং রক্তরসের দীর্ঘ সময় স্থায়ী হয় ইয়া পার্শ্ব প্রতিক্রিয়া কম এবং মূত্রের মাধ্যমে বেশি পরিমাণে নির্গত হয়ে যায় এই ঔষধ সদ্যোজাত শিশু এবং গর্ভবতী মহিলাদের ব্যবহার করা চলে
ব্যবহার
টনসিলাইটিস ব্রঙ্কাইটিস নিউমোনিয়া প্রভৃতি শ্বাসযন্ত্রের পিড়া প্যারাটাইফয়েড প্রস্রাবপীড়া চর্মরোগ নাক ও কানের রোগ গণোরিয়া প্রভৃতিতে ব্যবহার করা হয়
পার্শ্ব প্রতিক্রিয়া
অ্যানিমিয়া নিউট্রোপেনিয়া আমবাত বমি ভাব পাতলা পায়খানা চর্মের উদ্ভেদ অ্যাগ্ৰানুলোসাইকোসিস প্রভৃতি হতে পারে এলার্জি থাকলে ইনজেকশন ঔষধ বিপজ্জনক প্রক্রিয়া হতে দেখা দিতে পারে
আন্তঃক্রিয়া
এরিথ্রোমাইসিন টেট্রাসাইক্লিন প্রভৃতি ঔষধের সঙ্গে আন্তঃক্রিয়া ঘটে ফলে কর্মক্ষমতা হ্রাস পায় কন্ট্রাসেপটিভের সঙ্গে আন্তঃক্রিয়া হয়।
